ডোন্ট টাচ্ মি- চিরঞ্জিতকে বললেন জুন, বিধানসভায় হাসির রোল

0
18

কলকাতা: ডোন্ট টাচ্ মাই বডি! মঙ্গলবার নবান্ন অভিযানের সময় পিটিএস এর সামনে কলকাতা পুলিশের মেরি ম্যাডামকে বলা শুভেন্দুর সংলাপ দিনভর ঘুরে বেরাল রাজ্য বিধানসভার অলিন্দেও৷ ঠাট্টা, তামাশা এবং কটাক্ষের মিশ্রনে এদিন দিনভরই বিধানসভা জুড়ে ভীষণভাবে ঘুরেছে এই সংলাপ৷ তবে শুধু কটাক্ষ নয়, এবার বিধানসভায় এলে শুভেন্দুকে শুনতে হবে-ডোন্ট টাচ্ মাই বডি৷ শ্লেষের সুরে বলবেন তৃণমূলের মহিলা বিধায়কেরা৷ বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন দলের বিধায়িকা লাভলী মিত্র৷

লাভলী বলেন, ‘‘ওরা বলে নাকি সব মেয়েকে মা দূর্গার চোখে দেখে আর যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা৷ দূর্ভাগ্যবশত তাঁর সমন্ধে সবচেয়ে বেশি খারাপ কথা আমাদের বিরোধী দলনেতাই বলেন। তাই উনি বিধানসভায় এলেই বলব, ডোন্ট টাচ্ মাই বডি৷’’ যার জবাবে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, ” উনি কি বলেছেন না বলেছেন সেটা তো আমি বলতে পারবো না, এটা ওনার ব্যক্তিগত কথা।”

- Advertisement -

বস্তুত, এর আগেও বিধানসভার অন্দরে এদিন পরতে পরতে অপেক্ষা করেছিল এমন হাজারও ঘটনা৷ বিধানসভার অধিবেশন কক্ষে তখন সবে এদিনের মতো অধিবেশন মুলতবি হয়েছে। তৃণমূল বিধায়ক জুন মালিয়া বের হচ্ছিলেন। পাশেই ছিলেন আরেক তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। হঠাৎই জুন মালিয়া হাসতে হাসতে চিরঞ্জিত চক্রবর্তীকে বলেন “ডোন্ট টাচ্ মি”। কিছুটা হাসির রোল ছড়িয়ে পড়ে অন্যদের মধ্যে। অধিবেশন কক্ষের বাইরে জুন মালিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খুব একটা কিছু বলার নেই। তবে কাল ওটা দেখে আমার রিনা ব্রাউনের কথা মনে পড়েছিল। আসলে ম্যাডাম সুচিত্রা সেন ওই ডায়লগটাকে এতটা ফেমাস করে গেছেন যে আমার ওটা শুনে কাট টু ওই ফ্রেমটার কথা মনে পড়লো। আসলে মাঝে মাঝে এমন নির্মল আনন্দ পেলে ভালই লাগে।”

নৌসর আলি কক্ষে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকের পর যখন সাংবাদিকরা ভিতরে ঢোকেন৷ তখন সেখানে উপস্থিত এক মন্ত্রী হাসতে হাসতে বলেন “ডোন্ট টাচ্ মাই বডি”। বাইরে একজন মন্ত্রী দলের এক বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, এই তুমি আমায় ছোঁবে না বলে দিলাম। ফলে এদফায় বিধানসভার স্বল্পকালীন অধিবেশনেও অন্যতম আকর্ষণের কেন্দ্র হতে চলেছে, শুভেন্দুর বলা ‘ডোন্ট টাচ্ মাই বডি’ সংলাপ!

আরও পড়ুন: দিদির জমানা: চুরি করা মহাপূণ্য যদি না পড়ো ধরা