ফের গেরুয়া শিবিরে ভাঙন: হাজার খানেক কর্মী নিয়ে দল বদলালেন নেতা

0
35

নদিয়া: রাস্তার ধারে টিন দিয়ে ঘেরা অস্থায়ী পার্টি অফিস৷ সোমবার রাত্রে সেখানেই হাজারখানেক কর্মীকে সঙ্গে করে দল বদলালেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য৷

আরও পড়ুন: প্রয়াত উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক ডঃ বিধুভূষণ দত্ত

- Advertisement -

নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিপুরের এই ঘটনায় এলাকায় নতুন করে ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা৷ বিজেপির অভিযোগ, মিথ্যে মামলার ভয় দেখিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে বাধ্য করা হয়েছে দল বদলাতে৷ অন্যদিকে তৃণমূলের পাল্টা প্রশ্ন, যারা গরিব মানুষের রক্ত চুষে সরকার চালায় তাঁদের প্রতি কর্মীরা আস্থা রাখবেন কি করে? তাই এই দলবদল৷

আরও পড়ুন: সন্তানকে পোলিও খাওয়াতে অভিনব উদ্যোগ ‘স্বাস্থ্য সচেতন’ বাবার

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষের হাত ধরে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ প্রচুর বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে। সোমবার রাত্রিকালীন শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিপুর তৃণমূলের কার্যালয়ে এক যোগদান পর্বের আয়োজন করা হয়। সেখানেই বেলঘড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সহ প্রচুর বিজেপি কর্মী দল বদলালেন৷

এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর, শান্তিপুর ব্লক সভাপতি নিমাই বিশ্বাস, নদিয়া জেলা জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। এদিন যোগদান পর্বের শেষে নদিয়া দক্ষিণে তৃণমূল সভাপতি রত্না ঘোষ বলেন, ‘‘আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাঁরা বিজেপির প্রতি আস্থা রাখতে পারছিল না। দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেনি তাঁরা। একদিকে সাধারণ মানুষের রক্ত শোষণকারী কেন্দ্রীয় সরকার অন্যদিকে জনদরদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিদির উন্নয়নের কর্মযজ্ঞ দেখেই তাঁরা তৃণমূলে যোগদান করলেন৷’’