তালিকা প্রকাশের আগেই উদয়ন গুহের নামে প্রচারে তৃণমূল ভাঙনের পথে

0
972

কোচবিহার: প্রার্থীতালিকা ঘোষণার আগেই নিজের অনুগামীদের দিয়ে ভোটের প্রচার চালানোর অভিযোগ উঠল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় উদয়নবাবুর নামে রীতিমতো ডিজিটাল লিফলেট ছাপিয়ে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ নিয়ে দলের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

দলীয় সূত্রে খবর, প্রার্থীতালিকা ঘোষণা আগে এভাবে উদয়নবাবু নিজের নামে প্রচার শুরু করে দেওয়ায় যারপরনাই ক্ষুব্ধ দলের নেতা-কর্মীদের একটা বড় অংশ। প্রকাশ্যে সেভাবে কেউ কিছু না বললেও দলের অন্দরেও এনিয়ে ক্ষোভ চরমে উঠেছে বলে খবর। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, উদয়নবাবুর কাছের লোক হিসেবে পরিচিত তাপস দাস নিজের ফেসবুক ওয়ালে লিফলেটের ছবি দিয়ে প্রচার চালাচ্ছেন। প্রার্থীতালিকা ঘোষণা আগে এভাবে প্রচার শুরু করায় জনমানসেও বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের।

- Advertisement -

সূত্রের খবর, রাজ্যের বড় কোনও নেতার সঙ্গে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের মাধ্যমে নিজের প্রার্থীপদ সুনিশ্চিত করার পরই উদয়নবাবু স্বয়ং নিজের অনুগামীদের দিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন। ওই লিফলেটে লেখা রয়েছে, বাংলার মা-মাটি মানুষের সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলায় কুৎসা, অপপ্রচার, নোংরা রাজনীতি ও বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বিজেপিকে রুখতে দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।  

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনহাটায় বারংবার শেষ মুহূর্তে অন্য দল থেকে আসা রাজনীতিককে প্রার্থী করে আদতে গোষ্ঠী কোন্দলের সলতেটা পাকিয়ে দিয়েছেন শীর্ষ নেতৃত্বই৷ ফের দোরগড়ায় ভোট৷ দাবিদারের তালিকায় বর্তমান বিধায়ক উদয়ন গুহ যেমন রয়েছেন তেমনই আছেন নামকরা তৃণমূল নেতা মীর হুমায়ুন কবীর৷ বিষয়টি ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকেও৷ কারণ, এলাকার প্রায় ৩৮ শতাংশই সংখ্যলঘু ভোট৷ এই আবহে তালিকা ঘোষণার আগেই উদয়নবাবু প্রচার শুরু করে দেওয়া ক্ষুব্ধ দলের একটা বড় অংশ।