কথা বলায় মানা দিলীপ ঘোষের, মন ভাল নেই অনুগামীদের

0
91

কলকাতা: দাদাকে বাংলা ছাড়ার করা হয়েছে৷ স্বভাবতই, মন মেজাজ ভাল ছিল না অনুগামীদের৷ এবার সেই দাদার মুখেও লাগাম পরিয়ে দিল নেতৃত্ব৷ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথা বলা হচ্ছে৷ আলপটকা মন্তব্যে থেকে বিরত থাকার জন্য বারংবার সতর্ক করার পরও ঘোষবাবু তাতে বিশেষ আমল না দেওয়ায় এবার রীতিমতো চিঠি দিয়ে তার মুখে লাগাম পরানোর নির্দেশ জারি করল দলের শীর্ষ নেতৃত্ব৷ যার জেরে মন ভাল নেই, ঘোষবাবুর অনুগামীদের৷

সূত্রের খবর, দিলীপ ঘোষের মুখে লাগাম পরানোর জন্য এদিনই শীর্ষ নেতৃত্বর তরফ থেকে চিঠি এসেছে৷ তাতে দিলীপবাবুকে সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ জারি করেছেন দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং৷ চিঠিতে লেখা রয়েছে, ‘‘সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা খুব ‘সিরিয়াসলি’ নিয়েছেন।

- Advertisement -

তাই নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে।’’ শুধু দল নয়, সতীর্থদের সম্পর্কেও কোনওরকম মন্তব্য করা থেকে তাঁকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে৷ বলা হয়েছে, ‘‘নিজের বক্তব্যে আরও সুচারু ও দায়িত্ববান হওয়া উচিত৷’’ কেন তার মুখে লাগাম পরানো হচ্ছে চিঠিতে সেকথাও জানানো হয়েছে৷ বলা হয়েছে, ‘‘আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।’’ যদিও শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্তের জেরে দিলীপ অনুগামীরা ক্ষুব্ধ৷ তাঁরা বলছেন, ‘‘দাদা সত্য কথা বলছেন৷ তাই তার মুখে লাগাম পরানোর চেষ্টা হচ্ছে৷’’

আরও পড়ুন: মমতাই আচার্য, ধনখড় কি আদৌ সই করবেন বিলে, প্রশ্ন প্রশাসনেই