ট্রাম্প কার্ড হাতে মুখ্যমন্ত্রী, বদলে যেতে পারে পাহাড়ের রাজনৈতিক মানচিত্র

0
62

কলকাতা: বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল৷ পুরভোটের ফল প্রকাশের পর উত্তরের তৃণমূল সাংসদ শান্তা ছেত্রীর গলায় তাই শোনা গিয়েছিল ‘একলা চলোর’ সুর৷ বলেছিলেন, ‘‘ভবিষ্যতে পাহাড়ে একাই লড়বে তৃণমূল৷’’ তবে এই ‘একলা চলো’র সিদ্ধান্তে বদল হতে পারে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ৬দিনের সফরের জেরে বদলে যেতে পারে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ৷

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয়বার পাহাড়ে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল অর্থাৎ রবিবারই পাহাড়ে পৌঁছে যাবেন তিনি৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উন্নয়নের একাধিক প্রকল্পের ঘোষণা যেমন সামনে আনবেন তেমনই এদফার সফরে তিনি হামারো পার্টির সঙ্গেও বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর৷ বস্তুত, সানমনেই পাহাড়ের জিটিএ নির্বাচন৷ এহেন আবহে হামারো পার্টির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

- Advertisement -

নবান্ন সূত্রের খবর, আগামীকাল রবিবার সকালে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই দার্জিলিং পৌঁছে যাবেন তিনি। রবিবার রাত থেকে টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ সেখানে মঙ্গলবার সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সূত্রের খবর, সোমবার হামারো পার্টির সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। কথা বলতে পারেন পাহাড়ের স্থানীয় আ়্চলিক দলগুলির সঙ্গেও। এরই পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একাধিক সরকারি কর্মসূচির ঘোষণা করতে পারেন। বস্তুত, কোনঠাসা গেরুয়া শিবিরকে আরও কোনঠাসা করারই পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ স্বভাবতই, মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷ বস্তুত, সামনেই পাহাড়ের জিটিএ নির্বাচন৷ তার আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূল হামারো পার্টির সঙ্গে জোট বেঁধে নয়া কোনও রাজনৈতিক সমীকরণ সামনে নিয়ে আসে কি না, সেদিকেই নজর রাখছে সবমহল৷

আরও পড়ুন: সেই রাতে ঠিক কি হয়েছিল বগটুইয়ে, বোঝার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা