west bengal assembly election 2021: নাওয়া খাওয়া ভুলে ভোট ভিক্ষায় ব্রতী প্রার্থীরা

0
105
Panchayat

খাস খবর ডেস্ক: চৌকাঠে কড়া নাড়ছে ভোট৷ অগত্যা, নাওয়া খাওয়া ভুলে ডান, বাম সবদলের প্রার্থীরাই দোরে দোরে ভোট ভিক্ষায় ব্রতী৷ গোয়ালপোখর থেকে চোপড়া, ইসলামপুর সর্বত্র একই চিত্র ফুটে উঠল লক্ষ্মীবারে৷ তৃণমূল, বিজেপি এমনকি সিপিএম- প্রত্যেক প্রার্থীই নিজেদের জয়ের বিষয়ে ষোলো আনা নিশ্চিত৷ অন্তত তেমনটাই দাবি করছেন তাঁরা৷ স্বভাবতই নিন্দুকেরা টিপ্পনি কেটে বলছেন, জয়ের বিষয়ে নিশ্চিত যখন, তখন খামোখা রোদে ঘুরে সুস্থ শরীরকে ব্যতিব্যস্ত করা কেন বাপু!

আরও পড়ুন: west bengal assembly election 2021: বদলাচ্ছে পরিস্থিতি, মুখ খুলছেন গ্রামের সাধারণ মানুষ

- Advertisement -

চোপড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে এদিন অভিনব প্রচার করল ছন্দম নাট্য সংস্থা। বৃহস্পতিবার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পথনাটিকার মাধ্যমে সিপিআইএম প্রার্থী আনওয়ারুল হকের সমর্থনে প্রচার করা হয়। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতৃত্ব। তবে শুধু চোপড়া নয়, উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা আসনেই জোরদার প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা৷ দিন-রাত এক করে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। লক্ষ্য একটাই, ক্ষমতা দখল!

আরও পড়ুন: west bengal assembly election 2021: মমতাকে বেগম বলে এবার কমিশনের কোপে শুভেন্দু

বৃহস্পতিবার গোয়ালপোখর বিধানসভার পাঞ্জিপারার বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা এই কেন্দ্রের প্রার্থী গোলাম রাব্বানি৷ দাবি করলেন, ‘‘মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোট নিই না। ভোট নিই কাজ করে। সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন এবং আমরাই আবার ক্ষমতায় আসব৷ শেষ করব বাকি কাজও৷’’

আরও পড়ুন: west bengal assembly election 2021: প্রহৃত রুদ্রনীল, রণক্ষেত্রর চেহারা নিল চেতলা

রোদ্দুরের তাপকতে উপেক্ষা করে এদিন পামোল, গাইসাল কলোনি, নন্দঝার, ধানতলা সহ বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুললেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক সৌম্যরূপ মণ্ডল৷ বললেন, ইসলামপুরের উন্নয়নের বিষয়ে আমি শীঘ্রই একটি ইশতেহার প্রকাশ করতে চাই৷ প্রসঙ্গত, তাঁর এলাকায় প্রচারে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ বললেন, ‘‘আমার এলাকায় ওঁনাদের সভা করার কথা রয়েছে৷ তবে এখনও ডেট ঠিক হয়নি।’’