বিধানসভা নির্বাচনের আগে বড় ফাটল গেরুয়া শিবিরে

0
953

খাসখবর ডেস্ক: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। মসনদ দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যে প্রচারেও নেমে পড়েছিল তারা। কিন্তু গত শুক্রবার ভোটের দিন ঘোষণার পরেই ধাক্কা খেল পদ্ম শিবির। যা নিয়ে বিরোধীদের কটাক্ষ, ‘২ মে আরও বড় ধাক্কা খাবে গেরুয়া শিবির।’

আরও পড়ুন তামিল শিখতে না পারার জন্য ‘মন কি বাতে’ আক্ষেপ মোদীর

- Advertisement -

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রত্যাশিতই ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই চলতি সপ্তাহের শনিবার বিজেপির সঙ্গে জোট ত্যাগ করল বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF)। ফলে ভোটের আগেই আসামে ধাক্কা খেল শাসকদল।

 

বদলে রাজ্যের কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিয়েছেন তারা। এমনটাই জানিয়েছেন বিপিএফ প্রধান হাগরামা মোহিলারি। টুইটারে তিনি লিখেছেন, ‘শান্তি, উন্নয়নের জন্য অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে মহাজোটের হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে বিপিএফ।’ বিজেপির কজে অখুশি হয়েই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

বড়োল্যান্ড স্বশাসিত পরিষদে (বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল) রাজ্যপালের শাসন জারির পর থেকেই সম্পর্কে ফাটল ধরেছিল দুই দলের। যদিও সর্বানন্দ সোনোয়ালের দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বিধানসভা নির্বাচনে বিপিএফের সঙ্গে লড়বে না তারা। ফলে সেই মতোই বিজেপির সঙ্গ ত্যাগ করে পুরোনো জোটসঙ্গী কংগ্রেসের ‘হাত’ ধরল বিপিএফ।