দার্জিলিংও ভাগ করে দিতে পারে বিজেপি: মহুয়া

0
179

নয়াদিল্লি: তৃণমূল যে দিল্লি নির্বাচনে আপের পাশে রয়েছে সে বিষয় স্পষ্ট। এবার মোদীর বিরোধিতায় সরব হলেন তৃণমূলের দাপুটে নেত্রী মহুয়া মৈত্র। তাঁর দাবি, “বিজেপি যা ইচ্ছে তাই করছে। কাল যদি চায় ৩৬৫ ধারা লাগু করতে পারে আবার দার্জিলিংও চাইলে ভেঙে ভাগ করে দিতে পারে”।

এবারই প্রথম তৃণমূল কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির ভাষণে ‘অ্যামেন্ডমেন্ট’এর ডাকে সাড়া দেওয়া হয়েছে। দিল্লি নির্বাচনের আগেই এই ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, কংগ্রেস সহ বিরোধীদের সংসদে অবস্থান সত্ত্বেও সংসদে পাশ হয়ে যায় এই নাগরিকত্ব সংশোধনী বিল। যা নিয়ে দেশ উত্তাল হয়ে ওঠে। কিন্তু বিজেপির পাল্টা প্রশ্ন, বিরোধীদের যদি বিরোধিতাই করার ছিল, তাহলে কী করে এই বিল সংসদে পেশ হয়?

- Advertisement -

বিজেপির এই প্রশ্নেরও তীক্ষ্ণ জবাব দিয়েছেন মহুয়া। তিনি বলেছেন, “বিজেপি ধর্ম নিয়ে ভেদাভেদিতে মেতেছে। আজ এটা করছে কাল তো কাল ওটা। বিজেপি চাইলে দার্জিলিংও ভেঙে ভাগ করে দিতে পারে। এটা আদর্শের প্রশ্ন। দড়ি সামনে থাকলে আপনাকে ভাবতে হবে, যে সেটা ফাঁসির জন্য ব্যবহার হবে, নাকি কুয়ো থেকে জলা তোলার জন্য…।’

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মহুয়া মৈত্র জানান, সাম্প্রতিক রাষ্ট্রপতির ভাষণ অত্যন্ত বিভাজনমূলক ছিল। ‘মোশন অফ থ্যাঙ্কস’কে মেনে নিতে পারছেনা বিরোধী কোনও রাজনৈতিক শিবিরই।