গুজরাতে প্রচারে যাওয়া রাহুল গান্ধীকে ‘বহিরাগত’ বলেছিল বিজেপি

0
419

খাস খবর ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে ‘বহিরাগত’ শব্দ। বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকে নেতারা আসছেন দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে। সেই সকল নেতাদের বহিরাগত বলে তোপ দেগেছে তৃণমূল। ঘাস ফুল শিবিরের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, “বাংলা নিজের মেয়েকেই চায়।”

আরও পড়ুন- ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের দুর্দশা দূর করবে বিজেপি, দাবি চন্দ্রমনি শুক্লার

- Advertisement -

এই বহিরাগত ইস্যু নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি। এই অবস্থায় আলোচনায় উঠে আসছে সাড়ে তিন বছর আগের ঘটনা। ২০১৭ সালের শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে। ওই রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুন- বাংলার ইতিহাস টেনে ‘বহিরাগত’ ইস্যুতে মমতাকে আক্রমণ মোদীর

সেই সময়ে গুজরাতের মাটিতে রাহুলকে বহিরাগত বলেছিল বিজেপি। ওই সময়ে সমগ্র গুজরাত ঘুরে প্রচার সেরেছিলেন রাহুল। বিভিন্ন জায়গায় ভিড়ের মধ্যে নেমে গিয়ে জনসংযোগের কাজ করেছিলেন তিনি। রাহুলকে দেখে সাধারণের উচ্ছ্বাস দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়। যা দেখে বিজেপি কটাক্ষ করে বলেছিল, “কোনও বহিরাগতকে সমর্থন করবে না গুজরাতের সাধারণ মানুষ।”

পালটা দলের প্রধান মুখ নরেন্দ্র মোদীকে ‘গুজরাত কা বেটা’ বা গুজরাতের ছেলে বলে প্রচার শুরু করে বিজেপি। ভোটের শুরু থেকেই ওই নিয়ে শুরু হয়েছিল প্রচার।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে উঠে আসছে সেই বহিরাগত তত্ত্ব। আর এক্ষেত্রে বহিরাগত তত্ত্ব মানতে নারাজ বিজেপি। বহিরাগত বলার জন্য বারবার তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। বুধবারেই কাঁথিতে দাঁড়িয়ে ওই বহিরাগত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ‘গুজরাত কা বেটা’ নরেন্দ্র মোদী। আর এবারেই তৃণমূলের স্লোগান, “বাংলা নিজের মেয়েকেই চায়।”

বঙ্গের ভোটে এই বহিরাগত তত্ত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে। সাড়ে তিন বছর আগে গুজরাতের বিধানসভা নির্বাচনে এই শব্দটি ব্যবহৃত হলেও বাংলার মতো এতটা গুরুত্ব পায়নি। তৃণমূল যেভাবে বহিরাগত নিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি অতো জোড় দিয়ে তা করেনি।