আরও চার আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

দক্ষিণ উলুবেরিয়ায় প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে

0
627

নয়াদিল্লি: বাংলার বিধানসভা ভোটে আরও এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ এই চার কেন্দ্র হল হাওড়ার দক্ষিণ উলুবেরিয়া, ফলতা, বারুইপুর পূর্ব এবং জগৎবল্লভপুর৷ বুধবার রাতে নয়াদিল্লিতে এই নতুন তালিকা প্রকাশ করা হয়৷ তার মধ্যে দক্ষিণ উলুবেরিয়ায় প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে, ফলতায় বিধান পারুই, বারুইপুর পূর্বে চন্দন মণ্ডল এবং জগৎবল্লভপুরে অনুপম ঘোষ৷

- Advertisement -