ফুলবদল করবেন কিনা ‘পোস্ট এডিট’-এর ব্যাখ্যা দিয়ে জানালেন বাবুল

0
65

কলকাতা: গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই সংবাদের শিরোনামে চলে আসেন আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কারন তিনি যে জানিয়েছেন তিনি বিজেপি ছাড়ছেন, সেই সঙ্গে রাজনীতিও। এই নিয়ে লম্বা লেখা করে ফেসবুক পোস্ট করেছিলেন। সেই পোস্টের প্রথমে লেখা ছিল বিজেপি ছাড়লেও অন্য কোনও দলে যাচ্ছেন না তিনি। কিন্তু কিছুক্ষণ পরেই অন্য দলে না যাওয়ার লেখা সেই পোস্ট গায়েব হয়ে যায়। তাই নিয়েই জর চর্চা শুরু হয়। তবে কেন তা হয়েছে সেটার ব্যাখ্যাই দিয়েছেন বাবুল সুপ্রিয়।

“অন্য কোন দলেও যাচ্ছি না, #tmc, #congress, #cpm. কোথাও নয়৷ confirm করছি৷ কেউ আমাকে ডাকেওনি, আমিও কোথাও যাচ্ছি না৷” কিন্তু কিছুক্ষণ পরেতার পোস্টে এই লেখাই আর দেখা যায়নি। তাই নিয়েই অনেকেই বলেছেন ফুল বদলের জল্পনায় ঘৃতাহুতি নিজেই দিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ। তবে নিজের ওয়ালের পোস্ট এডিট করার দৌলতে নয়া বিতর্কের জন্ম নিয়ে মুখ খুলেছেন বাবুল। পরে লিখেছেন, ‘আমি সাংসদ পদ থেকেও ইস্তিফা দিচ্ছি, এই লাইনটা জুড়তে গিয়ে, আসল লেখাটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন মুছে গিয়েছিল!”

- Advertisement -

এখানেই শেষ নয় ব্যাখ্যা দিয়েছেনও লম্বা করে। আরও লিখেছেন, “আসল লেখাটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন মুছে গিয়েছিল! তা থেকে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে! তাই আলাদা করে ওই লাইনটা আবার পোস্ট করছি। আমি লিখেছিলাম, সারাজীবন একটাই দলকে সমর্থন করেছি – মোহনবাগান। একটাই দল করেছি ভারতীয় জনতা পার্টি। এটাও স্পষ্ট করে দিতে চাই যে আমি অন্য কোনও রাজনৈতিক দল যোগদানও করছি না।’ তবে শুধু কি লিখলেই হয়। রাজনৈতিক মহলের মধ্যে অনেকেই বাবুল সুপ্রিয়র বিজেপি ছাড়া, পোস্ট এডিট করা নয়ে অনেক কিছুই যে ভেবে নিয়েছেন।

তবে নিন্দুকেরা মনে করিয়ে দিচ্ছেন, দিদিমনির চারদিনের দিল্লি সফরের কথা এবং সে সময় বাবুলেরও দিল্লিতে থাকার কথা৷ স্বভাবতই চড়ছে জল্পনা৷ পোস্ট ‘এডিট’ করা নিয়ে কিংবা তৃণমূল যোগ নিয়ে এখনও পর্যন্ত বাবুলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে বাবুলের তৃণমূল যোগের জল্পনাকে সুনামী পর্যায়ে পৌঁছে দিয়েছেন দিদিমনির প্রিয় কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল৷ তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি বলেছেন, ‘‘বাবুল ভাল ছেলে। সাংসদ পদ ছেড়ে দেবেন বলে শুনলাম। ছাড়লে ওঁর সঙ্গে আমার অনেক কথা বলার আছে।’’