“আমাদের শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে” : Sujan Chakraborty 

0
126
Sujan Chakraborty

কলকাতা : সম্প্রতি রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল গ্রহণ করার বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দমদম পুরসভার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে এবার শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেলের বিষয়ে মুখ খুললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।  

আরও পড়ুন : Punjab Election: নাম না করে প্রিয়াঙ্কাকে ‘মালকিন’ বলে কটাক্ষ করলেন PM Modi

- Advertisement -

তিনি রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বলেন, “আমাদের স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাস্টারমশাই নেই মাস্টারমশাই শিক্ষা ছাড়া বাকি কাজ করে বেড়াচ্ছেন। শিক্ষাটা সরকারের লিস্ট প্রায়োরিটি, সরকারের যদি প্রায়োরিটি হয় মেলা, খেলা উৎসব ধর্ম পালন তাহলে কি দাঁড়ায় তাহলে শিক্ষা-স্বাস্থ্য কর্মসংস্থান সরকারের প্রায়োরিটি নয়। এখন যেটা হচ্ছে সরকারের ইন্টারনাল নোট চালাচালি হয়েছে তখন থেকে আমরা বলছিলাম কেন দুয়ারে পাঠশালা হবে হঠাৎ শিক্ষাটা ডাউন করো তারপর সেখান থেকে প্রাইভেটে চলে যাও এখন সরকার যেটা করেছে টেন্ডার ডাকবে প্রাইভেট সংস্থা কোন স্কুল নিতে চায় সেই স্কুলের বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেবে সেই প্রাইভেট ঠিক করবে কোন বোর্ডে এক্তিয়ারে পড়াশোনা হবে। অর্থাৎ বাবার টাকা থাকলে তবেই সন্তানের লেখাপড়া হবে। তোমার লেখাপড়ার দায়িত্ব সরকারের নয়। এরথেকে জঘন্য আর কিছু হতে পারে না।  মোদীজির পরিকল্পনা কার্যকর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। 

আরও পড়ুন : Deucha Pachami : আদিবাসীদের জল, জঙ্গলের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না, দাবি দেউচার আন্দোলনকারীদের

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সম্পর্ক নিয়ে সুজন চক্রবর্তী বলেন, “ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকতেই পারেন, তবে সবকিছুতে টুইট করে জানিয়ে দেওয়া, এগুলো বাজারে বলার বিষয় নয়। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুইজনেই দুইজনের সম্পর্কে যা বলেন, তা প্রকাশ্যে। এটা দিনদিন কলতলার ঝগড়ায় পরিণত হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক”।