গৃহমন্ত্রীদের বৈঠকে মমতাকে আমন্ত্রণ অমিত শাহের

0
67
Mamta Banerjee

কলকাতা: তাঁদের মধ্যে রাজনৈতিক চাপানউতোর চলতেই থাকে। সিবিআই ও ইডি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে বরাবরই তোপ দাগতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamta Banerjee)। অন্যদিকে, “দিদির জমানায়” বাংলায় অরাজকতা চলছে বলে মন্তব্য করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।

বর্তমানে দুর্নীতির দায়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দ্বারা গ্রেফতার হওয়াতে কেন্দ্র-রাজ্য সম্পর্কে আরও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষ সপ্তাহে বিভিন্ন রাজ্যের গৃহমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। আগামী ২৭ এবং ২৮ অক্টোবর হরিয়ানার সুরজকুন্ডে এই চিন্তন শিবির হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ অমিত শাহ।

- Advertisement -

বিজেপি সূত্র বলছে, “এই বৈঠকে বিভিন্ন রাজ্যের গৃহমন্ত্রী এবং ডিজিপিদের আমন্ত্রণ জানানো হয়েছে”। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। সূত্রের খবর, গত ৩০ সেপ্টেম্বর দিল্লির নর্থ ব্লক থেকে বৈঠকের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল নবান্নে। নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। বৈঠকে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন- কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দেবেন কি রাহুল গান্ধী, জানালেন দলের শীর্ষ নেতা

মোট সাতটি পর্বে দু-দিন যাবত এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ, কারাব্যবস্থা, অগ্নি নির্বাপণ, সম্পত্তি রক্ষার মোট একাধিক বিষয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করতে পারবেন রাজ্যের গৃহমন্ত্রীরা। বলা বাহুল্য, সম্প্রতি বিজেপি চক্রান্ত করে শাসকদলের নেতাদের ইডি এবং সিবিআই তদন্তে নাস্তানাবুদ করছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। এই পরিস্থিতিতে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া যথেষ্ট কৌতূহলপূর্ণ হবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।