নন্দীগ্রামে মমতার পা-ভাঙার কারণ খুঁজতে ভগবানের ওপর ছাড়লেন অমিত

ভোটপ্রচারে ২ দিনের সফরে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দ্বিতীয় দিনে বাঁকুড়ার রানিবাঁধে জনসভা করেন অমিত শাহ।

0
1789
ফাইল ছবি

কলকাতা: নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ে নির্বাচন কমিশনে৷ সূত্রের খবর,কমিশনে যে রিপোর্ট জমা পড়েছে,তাতে উল্লেখ রয়েছে, মমতার ওপর কোনও হামলা হয়নি৷ এটি একটি দুর্ঘটনা৷ অর্থাৎ কমিশন বলছে দুর্ঘটনা,তৃণমূল বলছে হামলা৷

আরও পড়ুন ডিজিটাল প্রচারের জন্য কমরেড খুঁজছেন ‘কম্পিউটার বন্ধ করা’ বামেদের মন্ত্রী

- Advertisement -

ভোটপ্রচারে ২ দিনের সফরে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দ্বিতীয় দিনে বাঁকুড়ার রানিবাঁধে জনসভা করেন অমিত শাহ। সেখানে নন্দীগ্রামের ঘটনায় কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে মমতাকে কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বললেন, কমিশন বলছে দুর্ঘটনা,উনি বলছেন হামলা হয়েছে। কী ভাবে ওনার চোট লেগেছে ভগবান জানে।মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।

আরও পড়ুন বিপুল টাকা দিয়ে তারকা কিনেছে বিজেপি, বিস্ফোরক শ্রীলেখা

এদিকে আজ সোমবার ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে শাহের সভা ছিল।তার জন্য রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যান খড়গপুরে। শাহের সভা উপলক্ষে ঝাড়গ্রামে ছিল সাজো সাজো রব। কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই উৎসাহ পরিনত হয় হতাশায়।সভা শুরুর নির্ধারিত সময় পর্যন্ত চেষ্টা হয় লোক আনার, অন্তত চেয়ারগুলো যাতে ভরে ওঠে সেই ব্যবস্থা করার আপ্রান চেষ্টা করে স্থানীয় বিজেপি। কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও সভাস্থল ভরেনি।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শাহের কপ্টারে যান্ত্রিক ত্রুটি হয়েছে তাই ঝাড়গ্রামের সভায় যেতে পারছেন না৷ বক্তব্য রাখেন ভার্চুয়ালি।এদিকে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, ‘হেলিকপ্টার বিভ্রাটের কারণে ঝাড়গ্রাম যেতে পারলাম না। তবে কথা দিচ্ছি নির্বাচন শেষে ঝাড়গ্রামে যাবো’!

আরও পড়ুন ‘বাড়িতে পৌঁছে যাবে রেশন, দোকানে যেতে হবে না’, পুরুলিয়া জনসভায় মমতা

অমিত শাহ প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় বানাবেন। আদিবাসীদের উন্নয়েন ১০০ কোটির তহবিল গড়বে বিজেপি সরকার। তৈরি হবে রেসিডেন্সিয়াল হোটেল। মমতা বন্দোপাধ্যায়ের সরকার কে আক্রমণ করে শাহ বলেন, তৃণমূলের আমলে বাংলা পাতালে পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, ‘বাংলা এক সময় দেশের উন্নয়নে পথ দেখাত, কিন্তু গত ১০ বছরে তৃণমূল বাংলাকে পাতালে পৌঁছে দিয়েছে।’

বিজেপির অভিযোগ তৃণমূল চক্রান্ত করে সভায় লোক আসতে দেয়নি, নাহলে ভরে যেত সভাস্থল। যদিও জামদা সার্কাস ময়দান বড় হলেও সভার জন্য মাঠটি ছোট করে ঘেরা হয়েছিল। কিন্তু বেলা বাড়লেও লোকজন সভাস্থলে এসে জড়ো না হওয়ায়, টনক নড়ে বিজেপির। তাঁরা অভিযোগ করে, সভাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অতটা রাস্তা হেঁটে আসতে সমস্যায় পড়ছেন অনেকে তাই আসতে পারেননি সভাস্থলে।