বাংলা জুড়ে একাধিক ঘটনাবলির মধ্যেই আজ দিল্লি সফরে মমতা, মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

0
75
Narendra Modi

কলকাতা: বাংলা জুড়ে পরপর ঘটে গিয়েছে একাধিক বড় ঘটনা। বর্তমানে বহিষ্কৃত তথা রাজ্যের প্রাক্তন শিল্প ও শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে। তারপরেই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদল। নতুন করে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যেই রয়েছে উপ-রাষ্ট্রপতি নির্বাচন। বাংলা ও দেশ জুড়ে একাধিক ঘটনাবলির মধ্যেই আজ দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মোদী-মমতা মুখোমুখি সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়ছে।

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দিতেই মূলত মমতার দিল্লি সফর। তবে এই চার দিনে রয়েছে একাধিক কর্মসূচী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক তো ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ বটেই তবে সেই সঙ্গেই রয়েছে আরও এক বড় গুরুত্বপূর্ণ ঘটনা। শনিবার রয়েছে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে। সেই সময়ে মমতা থাকবেন দিল্লিতে। একে মুখ্যমন্ত্রীর খুব কাছের সহযোগীর গ্রেফতারি তার উপর উপ-রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে দিল্লিতে থাকা, সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই জটিল অঙ্কের সমাধান করতে ব্যস্ত হয়ে পড়েছে।

- Advertisement -

আরও পড়ুন- Monkeypox scare: ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক ডাকল কেন্দ্র, উপস্থিত থাকবেন WHO-র বিশিষ্ট চিকিৎসক

জানিয়ে রাখা ভাল, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোট দান থেকে বিরত থাকবে বলেই বলেই জানিয়েছে। কারণ তৃণমূল জানিয়েছে, বিরোধীদের মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলগুলি তাঁদের সঙ্গে পরামর্শ করেনি। অন্যদিকে এই যুদ্ধে এনডিএ-র প্রার্থী হয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইনি সেই ব্যক্তি যিনি গত তিন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকাররে সঙ্গে একাধিকবার প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন। একাধিক বার মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে নিশানা করেছেন, জড়িয়েছেন পত্র যুদ্ধেও। রাজনৈতিক মহলের সমালোচকরা বলছেন জগদীপ ধনখড়ের বাংলার রাজ্যপাল থেকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া সবটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। কারণ হিসাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সংঘাত করে সামনে আসাই জগদীপ ধনখড়ের দিল্লি যাওয়ার রাস্তা মসৃণ করে তুলেছে। সব মিলিয়ে এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল সুপ্রিমোর এই দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।