Partha Chatterjee: ফের বেসুরোদের কড়া হুঁশিয়ারি, দিলেন সময়ও

0
72

অশোকনগর: পশ্চিমবঙ্গে পাঁচ জায়গার পুরনিগম ভোটের পর রাজ্যজুড়ে পুরসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে। কলকাতার পর, সম্প্রতি শেষ হয়েছে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দনগর পুরনিগম ভোট।সামনেই বাকি কেন্দ্রের পুরসভা নির্বাচন। জোরকদমে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এবার রাজ্যজুড়ে ১০৮ পুরসভা নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরসভা ভোটের গণনা হবে ২ মার্চ।

আরও পড়ুনঃ Acid Attack: পরকীয়ার জের, প্রেমিকের মুখে অ্যাসিড ছুঁড়ে পগারপার প্রেমিকা

- Advertisement -

সেই ভোটের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। তৎপর রাজ্যের শাসকদল। ভোট প্রতিযোগিতায় আছে বিজেপি ও বাম, কংগ্রেসের মত মূল দলগুলোও। নানা কায়দায় চলছে শাসক দলের ভোট প্রচার। এদিন অশোকনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়া দত্ত এবং ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জুই তালুকদারের সমর্থনে নির্বাচনী প্রচারে আসলেন তৃণমূল নেতা তথা রাজ্য সরকারের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অশোকনগর থানার বনবনিয়া এলাকায় মহিলা ঢাকি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কয়েক শত দলীয় কর্মীদের নিয়ে প্রচার চালালেন তিনি।

অশোকনগরে প্রচারে এসে রীতিমত হুঁশিয়ারি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, দলে টিকিট না পেয়ে যারা নির্দল বা অন্য কোন দলে দাঁড়িয়েছেন তাঁদেরকে আজ সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ‘যারা দলে থেকে টিকিট না পেয়ে নির্দল বা অন্য দলে দাঁড়িয়েছেন তারা আজ সন্ধ্যের মধ্যে দলকে লিখিতভাবে জানান এবং যিনি দলের প্রার্থী রয়েছেন তার সমর্থনে প্রচারে সামিল হতে হবে। এরপরও যারা না করবেন তাঁদের বিরুদ্ধে দল দলীয় ভাবে ব্যবস্থা নেবে।’

আরও পড়ুনঃ Elephant: কখনও বাড়ি ভাঙচুর তো কখনও ফসল নষ্ট, হাতির আতঙ্কে দিশেহারা এলাকার মানুষজন