দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতের পর আগামী মাসে বাংলায় আসছেন সুব্রহ্মণ্যম স্বামী, বিজেপি সাংসদকে নিয়ে শুরু জোর চর্চা

বিজেপি সাংসদ হয়েও একাধিকবার মোদী সরকার ও প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে দেখা গিয়েছে তাও আবার প্রকাশ্যে। যা নিয়ে এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

0
52

কলকাতা: দিল্লিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগেই তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিক্ষুব্দ সাংসদ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy )। মমতা- সুব্রহ্মণ্যমের সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল। তবে সাক্ষাৎ শেষে বিজেপি সাংসদ বলেছিলেন, ‘মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই৷’ কিন্তু তাতে কি জল্পনা তা বলে থামার নয়। এবার সেই আগুনেই আবার পড়ল ঘি। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরে বাংলায় আসছেন সুব্রহ্মণ্যম স্বামী, তাই নিয়েই নতুন উদ্যমে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বাংলায় আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। লিখেছেন, “ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যের কিছু অংশে সম্প্রতি যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূল্যায়ন করতে আমি একটি VHS দলের সঙ্গে বাংলায় যাব। আমি সত্যতা যাচাই করার জন্য কর্মকর্তাদের সাথে কথা বলব। আমার মনে আছে তিন বছর আগে যখন আমি তাঁকে তারকেশ্বর মন্দির মুক্ত করার কথা বলেছিলাম তখন মুখ্যমন্ত্রী মমতা অনুকূল প্রতিক্রিয়া জানিয়েছিলেন।” সুব্রহ্মণ্যম একা নয় তাঁরা সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের একটি দলও বাংলায় আসবে সেই কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

- Advertisement -

বলা ভালো,  বিজেপি সাংসদ হয়েও একাধিকবার মোদী সরকার ও প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে দেখা গিয়েছে তাও আবার প্রকাশ্যে। যা নিয়ে এমনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সেই সঙ্গে সুব্রহ্মণ্যম স্বামীর গলায় মমতার স্তুতি অন্য সমীকরণের কথা বলছে বলেই জানাচ্ছেন  রাজনৈতিক মহল। কারণ বুধবারেও দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। মমতার সঙ্গে করেছন বৈঠক। বৈঠক শেষে দেখা গিয়েছে দুজনের হাসি মুখ। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে ৮০ সদস্যের বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়া ও দু’বার মন্ত্রিসভার দায়িত্ব পেলেও মোদির নতুন মন্ত্রিসভায় ঠাঁই না হওয়ার কারণেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি সাংসদ। সেই কারণেই এবার মমতার হাত ধরে তৃণমূলের দিকে ঝুঁকতে চাইছেন। তবে আগামী দিনে সুব্রহ্মণ্যম স্বামী তৃণমূলে যোগ দেন কিনা সেই দিকেই নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।