‘ভারত থেকে এক্কেবারে ছুটি করিয়ে দেব’, তৃণমূল নেতার হুমকির মুখে আব্বাস সিদ্দিকী

0
43

অশোকনগর:“ভারত থেকে এক্কেবারে ছুটি করিয়ে দেবো!” নাম না করে আব্বাস সিদ্দিকীকে হুমকি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, “ক্যানিং থেকে তো আমরা আগেই ছুটি করিয়ে দিয়েছি। ওর সভাতে তো চারজন লোকও হয় না। জাঙ্গিপুর এলাকায় নিজের বুথে হেরে গিয়েছেন আব্বাস সিদ্দিকী। মুসলমান সমাজকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আব্বাস।” পাশাপাশি আইএসএফের এই নেতাকে ‘চার পয়সার নকুল দানার সঙ্গে তুলনাও করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

এছাড়াও শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেও বিষ্ফোরক মন্তব্য করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এদিন তিনি বলেন, “নন্দীগ্রামে জেহাদিরা ও সংখ্যালঘুরা ছিল বলেই তোর মত অপদার্থ ভোটে জিতেছে। তোর বাবাও ভোটে জিততো না।”

আরও পড়ুন-বিশ্বকাপের পুরস্কার মূল্যের চেয়ে অনেক বেশি টাকা তৃণমূল চাকরি বেচে কামিয়েছে: শতরূপ

পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণায় ৮১ টি জেলা পরিষদের সিটে বিরোধীরা একটি আসন পেলেও তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তাই নয়, একইসঙ্গে নাক ক্ষত দিয়ে রাজনীতি ছেড়ে চলে যাবেন বলেও এদিন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে অশোকনগরের বিড়া রাজিবপুর পঞ্চায়েতের তরুলিয়া এলাকায় তৃণমূল সংখ্যালঘু সেলের একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তিনি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor