নেত্রীর বিমানে সেদিন ঠিক কি ঘটেছিল, তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে

0
352

কলকাতা: উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ অভিযোগ, বিমান বন্দর কর্তৃপক্ষর কাছে এবিষয়ে জানতে চেয়েও এখনও যথাযথ উত্তর মেলেনি৷ তারই জেরে সেদিনের বিমান দুর্ঘটনার প্রকৃত ঘটনার তদন্ত চেয়ে আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি৷

আদালতে জমা দেওয়া বয়ানে তাঁর দাবি, ‘‘এর আগে ২০১৬ সালেও একইভাবে তৃণমূল নেত্রীর বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল৷ কিন্তু সেবারেই কোনও তদন্ত হয়নি৷ হলেও সেই রিপোর্ট সামনে আসেনি৷ ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ঘটনার পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাই প্রকৃত তদন্তের জন্যই আদালতের কাছে আবেদন জানানো হল৷’’

- Advertisement -

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ভোট প্রচার সেরে গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার পথে আকাশে বিভ্রাটের কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পান মুখ্যমন্ত্রী৷ পরে বিধানসভায় দাঁড়িয়ে ওই ঘটনায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বলেছিলেন, ‘‘সেদিন আবহাওয়ার কোনও গোলযোগ ছিল না৷ মুখোমুখি চলে এসেছিল দুটি বিমান৷ ১০ সেকেন্ডের ফারাকে চালক বিমানটিকে নিচে না নামালে বড়সড় দুর্ঘটনা নিশ্চিত ছিল৷’’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপিদের ক্ষেত্রে আকাশ পথের রুট আগে থেকেই নির্দিষ্ট করা থাকে৷ দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল৷ স্বাভাবিকভাবেই দুটি বিমান একই সময়ে একই রুটে কিভাবে চলে এল, তাতে কার গাফিলতি রয়েছে সেনিয়ে ঘটনার পর থেকেই উঠেছিল প্রশ্ন৷ বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও তার সদুত্তর না মেলাতেই এবার আদালতে মামলা রুজু বলে জানিয়েছেন আবেদনকারী৷

আরও পড়ুন: পদ পেলেন মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলা, এক্সপেরিমেন্টের কথা দিলীপের মুখে