গ্যালিলিও গ্যালিলেই: আজ বিজ্ঞান চেতনার জন্মদিন

0
120

বিশ্বদীপ ব্যানার্জি: আজ ১৫ ফেব্রুয়ারি। নাঃ শুধু গ্যালিলিও গ্যালিলেই নামক কোনও ব্যক্তির জন্মদিন আজ নয়। আজ বিজ্ঞান চেতনার জন্মদিন। আজ সৌরজগতকে নব আঙ্গিকে চেনার দিন। একাধারে পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক গ্যালিলেওর পূর্বে ধর্মযাজকের দল সাধারণ মানুষকে বিশ্বাস করিয়ে ছেড়েছিল, পৃথিবী স্থির। সূর্য এবং অন্যান্য গ্রহ তার চারদিকে ঘোরে।

আরও পড়ুন: ভ্যালেনটাইন’স ডে কেন প্রেমের দিবস, কী ঘটেছিল এদিন

- Advertisement -

প্রথম কোপারনিকাস এর বিরোধিতা করলেন। অতঃপর নিজ আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্যালিলিও প্রমাণ করে দিলেন ভুলটা। পৃথিবী নয়। বরং সূর্য স্থির। পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারদিকে ঘোরে। আজ বিজ্ঞানের চূড়ান্ত অগ্রগতির যুগেও মনে করা হয়, বিজ্ঞানের জগতে এতবড় অবদান আর কেউ রাখতে পারেননি।

মানুষের চিন্তাধারা-ই বদলে ফেলতে সক্ষম হয়েছিলেন গ্যালিলিও। বিজ্ঞানের আলোয় কুসংস্কারের অন্ধকার ভেদ করার পথ তিনিই দেখিয়েছিলেন সর্বপ্রথম। আর তা-ও নিজের জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করে। বিজ্ঞান দিয়ে এতদিনের কুসংস্কারকে ভাঙার অপরাধে জীবনের শেষ কটাদিন গ্যালিলিওকে সিয়েনায় একটি অন্ধকার কক্ষে বন্দি থাকতে হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

বিজ্ঞানের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। দূরবীক্ষণ যন্ত্রের পাশাপাশি অনুবীক্ষণ যন্ত্র-ও তাঁর আবিষ্কার। বৃহস্পতি গ্রহের উপগ্রহ, শনি গ্রহের বলয়, ছায়াপথ, নীহারিকা তিনিই সর্বপ্রথম দেখতে পেয়েছিলেন। ব্যখ্যা দেন চাঁদের কলঙ্কের। ১৫৬৪ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি ইতালির পিসা নগরে জন্মগ্রহণ করেন গ্যালিলিও। ১৬৪২ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে জন্মদিবসে শ্রদ্ধা জানানো হয়েছে প্রবাদপ্রতিম এই ব্যক্তিত্বকে।