সংসার সুখী করতে মেনে চলুন এই নিয়মগুলি

প্রত্যেক সংসারের মহিলারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসারে সুখ বিরাজ করবে না দুঃখ, তার বেশির ভাগটা নির্ভর করে মহিলাদের ওপর।

0
183

খাস খবর ডেস্ক: সংসার সুখের হয় রমণীর গুনে। মহিলাদের জন্য কিছু টিপস যা সংসারে উন্নতির কাজে বিশেষ উপযোগী।

প্রত্যেক সংসারের মহিলারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসারে সুখ বিরাজ করবে না দুঃখ, তার বেশির ভাগটা নির্ভর করে মহিলাদের ওপর। বিয়ের পর মহিলারা যদি সঠিক ভাবে সংসারের কল্যাণকর কাজগুলো করেন তা হলে স্বামীর ভাগ্যের উন্নতি ঘটতে খুব বেশি সময় লাগে না। মহিলারা যদি সংসারে সঠিক ভাবে নিয়ম মেনে চলেন তা হলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে।

- Advertisement -

দেখে নেওয়া যাক কোন নিয়মগুলো পালন করলে সংসারে উন্নতি আসে—

• বাড়ির মহিলাদের কখনও দরজার চৌকাঠে বসতে নেই বা চৌকাঠের ওপর বসে খাবার খেতে নেই। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

• বাড়ির মহিলাদের কখনও দেরি করে ঘুম থেকে উঠতে নেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাড়ির মহিলাদের ঘুম থেকে উঠে পড়তে হয়। না হলে সংসারে অমঙ্গল নেমে আসে।

• বাড়ির মহিলাদের বিনা কারণে রাতে বেশি ক্ষণ জেগে থাকা উচিত নয়।

• যতই অসুবিধা হোক না কেন বা যতই তাড়া থাকুক না কেন ঘরের দরজা কখনও পা দিয়ে খুলতে নেই। মনে করা হয় এ রকম করলে ঘরে মা লক্ষ্মী বিরাজ করে না।

• রাতে রান্নার শেষে সব সময় রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর বন্ধ করে ঘুমোতে যেতে হয়।

• সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন কখনও অপরিষ্কার রাখতে নেই।

• মহিলাদের খেতে বসে কখনও পা দোলাতে নেই। মনে করা হয় এ রকম করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না।