আপনার একটি সিদ্ধান্তেই বড় বদল আসতে পারে জীবনে, জানুন কী ভাবে…

0
51

খাস ডেস্ক: মাত্র একটি সিদ্ধান্তেই বড় বদল আসতে পারে আপনার জীবনে। কিন্তু কিসের বদল আসবে? সেটা কি জানেন? জেনে নিন, কি এই সিদান্ত? এই সিদ্ধান্ত টি হল আপনার পেনশন সংক্রান্ত। জানুন বিস্তারিত…

আপনি কি বেসরকারি কর্মচারী? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আপনার একটি সিদ্ধান্তেই বড় বদল আসবে পেনশনে। আগের চেয়ে তিনগুন পর্যন্ত বাড়তে পারে বেসরকারি কর্মচারীদের পেনশন।

- Advertisement -

Employee Provident Fund Organisation বা EPFO এই সুখবরটি প্রকাশিত করেছে। EPFO অনুযায়ী, ইতিমধ্যেই এই বিষয়ে শুনানি চলছে সুপ্রিমকোর্টে। আর তার ফলেই Provident Fund- এ কন্ট্রিবিউশনের হিসেবে, আগে তাঁরা যা পেনশন পেত সেটা আরও বেরে যাবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কর্মচারীদের পেনশনের টাকা বেধে দিয়েছে EPFO। স্যালারির ভিত্তিতেই পেনশনের টাকা পায় কর্মচারীরা। যদিও সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত বিষয়ে মামলা চলছে। মালমাকারীদের দাবি, পেনশনে স্যালারি লিমিটটি তুলে দেওয়া হোক। মাসিক স্যালারির ভিত্তিতে না হয়ে মোট স্যালারির ভিত্তিতে হোক।

যদিও পেনশনে বাড়াতে গেলে আপনাকে অন্তত EPFO-তে অন্তত ১০ বছরের জন্য কন্ট্রিবিউট করতে হবে। এছাড়া অন্তত ২০ বছরের চাকুরিজীবন কাটাতে হবে। তাহলেই একমাত্র এই পেনশনটি পেতে পারেন আপনি।