সাঁতরে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে বিড়াল উদ্ধার নাবিকের

0
87

খাস খবর ডেস্ক: সাগরের মাঝে ডুবে গিয়েছিল জাহাজ। সেই জাহাজের মধ্যে থাকা ব্যক্তিদের খোঁজে গিয়ে সেখানে থাকা চার বিড়াল উদ্ধার করলেন এক নাবিক। যা প্রশংসা কুড়িয়েছে সমগ্র বিশ্বের। ওই বিড়ালগুলিকে একটি ডুবে যাওয়া জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেই জাহাজে আগুন ধরে গিয়েছিল। ঘটনাটি থাইল্যান্ডের প্যারাডাইজ নামের একটি দ্বীপে।

আরও পড়ুন- জাতীয় জনগণনার বিরুদ্ধে আন্দোলনের ডাক আসাদুদ্দিনের

- Advertisement -

গত মঙ্গলবার সেই ডুবে যাওয়া জাহাজের কর্মীদের উদ্ধার করার পর নাবিকদের পাঠানো হয়েছিল সেই জায়গায় একবার নজর দেওয়ার জন্য। সেই জায়গায় কোন তেলের ড্রাম ছিটকে পরেছিল কি না তার যাচাই করার জন্য। তেলের ড্রাম ছিটকে পরার পরণতি ভয়াবহ। জলে তেল পরে গেলে প্রাণ সংশয় হয় বহু সামদ্রিক প্রানীর এবং সেই জল বিশুদ্ধ হতে সময় লেগে যায় দশ বছরেরও বেশি। কিন্তু এই ক্ষেত্রে তা ঘটেনি, তেলের ড্রামের পরিবর্তে নাবিকরা খুঁজে পেয়েছিলেন ৪টি বিড়ালকে যাদের সবাই ভুলে গিয়েছিলেন।

আরও পড়ুন- গণতন্ত্রের দাবিতে ১০ বিক্ষোভকারীর মৃত্যু, উত্তপ্ত মায়ানমার

একজন প্রথম শ্রেনীর নাবিক কর্মী জানিয়েছেন যে, ” আমি আমার ক্যামেরার সাহায্যে নৌকাটিতে জুম করে দেখতে পেয়েছিলাম একটি বা দুটি বিড়াল উকি মারছিল।”

লাইফ জ্যাকেট পরা এক নাবিক সাঁতরে পৌঁছলেন সেই উল্টে যাওয়া নৌকার দিকে। একটি কাঠের কড়িতে চারটি বিড়াল গাদাগাদি করে বসেছিল। সেই উদ্ধারকর্মী বিড়ালগুলিকে নিজের কাঁধে করে সাঁতরে নিয়ে এসেছিলেন নিজের নৌকাতে। বাকি কর্মীরা তাঁদের দড়ি দিয়ে তুলতে সাহায্য করেছিলেন এবং লক্ষ্য রেখেছিলেন যাতে বিড়ালগুলি জলে পরে না যায়।

আরও পড়ুন- বাংলায় প্রার্থী দিচ্ছে না শিবসেনা, মমতাকে সমর্থনের ইঙ্গিত

বুধবার ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করার পর বহু মানুষ উদ্ধারকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ এবং ভিডিওটি তে আড়াই হাজারেরও বেশি কমেন্ট করেছেন মানুষেরা।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে কর্মীরা সকলে মিলে আগলে নিয়েছেন সেই বিড়ালগুলিকে এবং ভাল ভাবে দেখাশোনা করা হচ্ছে। চারটি জিঞ্জার বিড়ালকে উদ্ধার কর্মীরা দেখাশোনা করছেন তাঁদের কমান্ড পোস্টে যার অবস্থান ‘কহ লিপে’ নামে একটি দ্বীপে।