আবারও ভুয়ো চক্রের পর্দা ফাঁস, খোঁজ মিলল আরও এক দেবাঞ্জনের

0
28

সল্টলেক: করোনাকালে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে একের পর এক ভুয়ো চক্র। কর্মহীনতার জেরেই কি মানসিক অবসাদে ভুগছেন মানুষ? প্রশ্ন বুদ্ধিজীবীদের। দেবাঞ্জনের পর এবার সন্ধান মিলল ভুয়ো ইডি অফিসারের। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৬৮ হাজার টাকা প্রতারণার অভিযোগ সল্টলেক বিডি ব্লকের এক তরুণীর। বুধবার সকালে সল্টলেকের পূর্বাচল ক্লাস্টারে গিয়ে হাতে নাতে ধরে ফেলে প্রতারককে। এরপর বিধান নগর দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়।আটক যুবকের নাম সৌরভ শংকর চৌধুরী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:জলের দরে ওষুধ বিক্রি করে ‘গরিবের মসিহা’ হয়ে উঠেছেন মনোজ

- Advertisement -

এদিকে অভিযোগকারী তরুণীর দাবি, তাঁদের ওষুধের দোকানে আসাযাওয়ার সূত্রেই পরিচয় হয় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে। চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিজেকে ইডি অফিসার বড়াই করে তাঁকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন। শুধু তাইই নয়, ইন্টারভিউর জন্য কিছু টাকার কথাও বলেন ওই ব্যক্তি। এই ভাবে বিভিন্ন ধাপে ৬৮ হাজার টাকা নেয়। অথচ কোন রিসিপ্ট কপি দেওয়া হয় নি।

আরও পড়ুন:শান্তনু ঠাকুর মন্ত্রী হলে মতুয়াদের কোনও লাভ হবে না: মমতা

এমনকি অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে ফোন করতো ওই প্রতারিত তরুণীকে। ভুলভাল জিনিস নিয়ে আলোচনা করতে চাইতো প্রতারক। তরুণী তাঁর কথা না শোনায় বাবা মাকে ওই ব্যক্তি জানিয়েছিলেন তাঁর মেয়ের কাজ হবে না । কারণ তাঁদের মেয়ে মানুষের সঙ্গে কথা বলতে জানে না। এরপর তরুণীর অভিভাবকের সন্দেহ হওয়াতে খোঁজ খবর নিলে জানা যায় , পূর্বাচল ক্লাস্টারে থাকে অভিযুক্ত ব্যক্তি। সে বেকার। শুধু তাইই নয়, এইভাবে মানুষকে প্রতারিত করে চলেন।

আরও পড়ুন:জানেন কি, দুধে ঘি মিশিয়ে পান করলে পাবেন নানা উপকার

এই খবর পেয়ে বুধবার সকালে ওই তরুণীর পরিবারের লোক পূর্বাচলে গিয়ে ক্লাব কমিটিকে জানান। কমিটির সদস্যরা অভিযুক্ত সৌরভকে হাতে নাতে ধরে ফেলেন। তারপর ওই অভিযুক্ত ব্যক্তিকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। প্রতারিত তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
এবার প্রশ্ন হচ্ছে ওয়াকিবহাল মহলের, করোনাকালে এই ধরনের প্রতারকদের বাড়বাড়ন্ত হচ্ছে কেন? সাধারণ মানুষের জীবন ত্রস্ত হচ্ছে এই ধরনের ঘটনার জেরবারে। সুস্থ জীবন পাবেন নাকি আমজনতা?