শান্তনু ঠাকুর মন্ত্রী হলে মতুয়াদের কোনও লাভ হবে না: মমতা

0
69

ব্যারাকপুর: ‘‘মন্ত্রী হলে শান্তনু ঠাকুরের ব্যক্তিগত লাভ হতে পারে৷ কিন্তু তাতে মতুয়াদের কোনও লাভ হবে না৷’’ শান্তনু ঠাকুরের মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের নেত্রী মমতা ঠাকুর বলেন,‘‘ শান্তনু ঠাকুর এমপি হওয়ার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ করতে পারেনি। বরং উনি মানুষকে ধোঁকা দিয়েছেন৷’’

আরও পড়ুন: এরা ত্রাণের সরকার, বাজেটে বাংলার পরিত্রাণের কথা নেই : অশোক লাহিড়ি

- Advertisement -

একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘এমপি, এমএলএ হয়ে চেয়ার বসে যদি কেউ কাজই না করতে পারে তাহলে মন্ত্রী বানিয়ে কি হবে? আসলে এতে ওর ব্যক্তিগত লাভ হলেও মতুয়াদের কোনও লাভ হবে না৷’’ কটাক্ষের সুরে দাবি করেছেন, ‘‘বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী হলে বঙ্গ বিজেপির উন্নতি হতে পারে৷ কিন্তু সাধারণ মানুষের কোনও লাভ হবে না৷’’

মমতাদেবী এমন দাবি করলেও মোদি সরকারের মন্ত্রিসভায় বাংলা থেকে চার সাংসদ ঠাঁয় পাচ্ছেন এবং তাতে নাম রয়েছে শান্তনু ঠাকুরের, এই খবর আসতেই মতুয়াদের একা্ংশ অবশ্য আনন্দে উৎসব মেতে ওঠেন৷ মতুয়া ভক্তদের একাংশকে দেখা যায়, ডংঙ্কা কাশি নিয়ে মাতাম বাজাতে৷ হরিচাঁদ- গুরুচাঁদ মন্দির প্রদক্ষিণ করেন তারা। তাঁদের কথায়, দেরিতে হলেও এবার আমাদের (মতুয়াদের) দীর্ঘ দিনের আন্দোলন সফল হতে চলেছে৷