ফের কাকা ভাইপো সম্পর্কের ভাঙনের সাক্ষী হতে পারে উত্তরপ্রদেশ, জল্পনায় রাজনৈতিক মহল

0
48

নয়াদিল্লি : উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি পরাজিত হয়ে যাওয়ার কয়েকদিন পরেই কাকা শিবপাল যাদবের সঙ্গে অখিলেশ যাদবের সম্পর্ক আবারও ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে৷ শিবপাল যাদব সমাজবাদী পার্টির সঙ্গে তার জোট ভাঙতে চলেছেন, বলে সূত্রের খবর।

আরও পড়ুন : “সরকারের উচিত পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করা” বললেন Rahul Gandhi 

- Advertisement -

আরও পড়ুন : রাজ্যে ফের রাজনৈতিক হিংসা, এবার খুন CPIM নেতা 

অখিলেশ যাদবের বাবা এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ভাই শিবপাল যাদব কয়েক সপ্তাহ ধরে তার ভাইপোর কাজে বিরক্ত। গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে শিবপাল যাদবের বৈঠক এই জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে যে তিনি ক্ষমতাসীন বিজেপিতে যাওয়ার পথে। যাদবদের মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্যের জন্য এই জল্পনা আরও জল হাওয়া পেয়েছে। শিবপাল যাদব যোগী আদিত্যনাথের দ্বিতীয় শপথ অনুষ্ঠানের ঠিক এক দিন আগে ২৪ শে মার্চ (গত বৃহস্পতিবার) অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছিলেন এবং সমাজবাদী পার্টিতে আরও বড় ভূমিকার জন্য বলেছিলেন।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020

সূত্রের খবর, অখিলেশ যাদব তার কাকাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি শরিক, সমাজবাদী পার্টির সদস্য নন। অখিলেশ যাদব তাঁর দলের বিধায়কদের একটি বৈঠক ডেকেছিলেন কিন্তু শিবপাল যাদবকে আমন্ত্রণ জানাননি সেই বৈঠকে। শিবপাল যাদব অখিলেশ যাদবকে প্রশ্ন করলে তাঁকে বলা হয়, সমাজবাদী পার্টির  শরিকদের আলাদা বৈঠক হবে শীঘ্রই।