UP Election : আজ যোগী – অখিলেশের পাখির চোখ মেরঠ 

0
41

লখনউ : আজ উত্তরপ্রদেশের মেরঠে রাজনীতির সুপার ফ্রাইডে হতে চলেছে। আজ শহরে নির্বাচনী প্রচার শুরু করবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোকদলের জাতীয় সভাপতি চৌধুরী জয়ন্ত সিং। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মেরঠে থাকবেন, তিনি শহরের অনেক এলাকায় জনসংযোগ প্রচার চালাবেন। এই সময়ে তিনি ঘরে ঘরে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করবেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : Punjab Election : পাঞ্জাবে রাহুল গান্ধীর দুই ঘণ্টার ভার্চুয়াল সমাবেশে কত মানুষ যোগ দিলেন, জানা গেল এবার 

- Advertisement -

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোকদলের প্রধান চৌধুরী জয়ন্তী সিং দুপুর সাড়ে তিনটায় গডউইন হোটেলে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। দলের নেতারা জানিয়েছেন, মুজাফফরনগর থেকে ফেরার সময় এই সাংবাদিক সম্মেলন রাখা হয়েছে। এই সময়ে অখিলেশ এবং জয়ন্ত পশ্চিম উত্তরপ্রদেশে পৌঁছানোর চেষ্টা করবেন। বিজেপির পক্ষে ভোট চাইতে দ্বারে দ্বারে যাবেন যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি পশ্চিম উত্তরপ্রদেশে পূর্ণ শক্তি নিয়ে সক্রিয়। তাদের প্রার্থীদের জয়ী করতে, প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো নেতারা ঘরে ঘরে ভোট চাইছেন। কৈরানা থেকে প্রচার শুরু করেন অমিত শাহ। বৃহস্পতিবার তিনি মথুরায় ছিলেন। একই সঙ্গে গাজিয়াবাদে প্রচার চালান মুখ্যমন্ত্রী। এর আগে মেরঠের কাঁকরখেড়ায় যাওয়ার কোনও কর্মসূচি ছিল না মুখ্যমন্ত্রীর, কিন্তু হঠাৎই তিনি কাঁকরখেদা আম্বেদকর রোড মঙ্গল পুরী, রামনগর রোডের আম্বেদকর গেট থেকে মার্শাল পিচ এলাকায় যাবেন। বৃহস্পতিবার বিজনৌরে ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি ও পুলিশ।

আরও পড়ুন : Punjab Election : সিধু নাকি চান্নি কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ইঙ্গিত দিলেন রাহুল 

অন্যদিকে শুক্রবার শাহজাহানপুর ও বরেলিতে প্রচার করবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমে শাহজাহানপুর যাবেন নাড্ডা। সেখানে তিনি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পরে তিনি প্রভাবশালী ভোটারদের সঙ্গে দেখা করবেন এবং ঘরে ঘরে গিয়ে লোকদের বিজেপি প্রার্থীদের ভোট দিতে বলবেন। এর পর তার বরেলি যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানেও, প্রভাবশালী ভোটারদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তিনি ঘরে ঘরে গিয়ে বিজেপি প্রার্থীদের ভোট চাইবেন। আগ্রায় কংগ্রেস যুব সংসদ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস নেতারাও। শুক্রবার আগ্রায় যুব সংসদে ভাষণ দেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই সময়ে, তিনি যুব ও যুবকদের জন্য কংগ্রেসের ঘোষণাগুলি নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন।