পরপর দুটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ত্রিপুরায়

0
52

বিক্রম কর্মকার, ত্রিপুরা: এডিসি ভোটের প্রাকমুহুর্তে দক্ষিণ ত্রিপুরা জেলা ঋষ্যমুখ ব্লকের ফাড়ি থানার অধীন নলুয়ার বরোজ কলোনি সুইস গেটের নীচে শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এরপর শনিবার দুপুরে ফের ঋষ্যমুখ ব্লকের রতনপুর এডিসি ভিলেজের গাবুরছড়া এলাকার ধনকুমার পাড়ার হর্টিকালচারের পুকুর সংলগ্ন একটি স্থান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ৩৫ বছর বয়সী রাজু চাকমা। তার বাড়ি রতনপুর এডিসি ভিলেজের বৃন্দামা টিলা এলাকায়। এই ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একইসঙ্গে ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

- Advertisement -

এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , বিলোনিয়া থানার ওসি ,মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল টিএসআর বাহিনী। পাশাপাশি খবর দেওয়া হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকে। মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও এলাকাবাসী সহ পরিবারের অভিযোগ রাজু চাকমাকে খুন করা হয়েছে।নাকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে তার।

জানা গিয়েছে, শনিবার ভোরে বাড়ি থেকে বের হয় রাজু চাকমা। এরপর কোন হদিস পায়নি বাড়ির লোকজনেরা। অবশেষে দুপুরে বাড়ি থেকে তিনশ মিটার দূরে ধনকুমার পাড়ার হর্টিকালচার পুকুর সংলগ্ন স্থান থেকে উদ্ধার হয় মৃতদেহ।

পুকুরে মাছ ধরতে এসে মৃতদেহ দেখে খবর দেওয়া হয় স্থানীয় লোকজনদের। স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলে এসে মৃতদেহ চিনতে পেরে খবর দেয় বাড়ির লোকজন ও পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকে।

কি কারণে , কারা ? হত্যা করেছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মহকুমা জুড়ে।