গাছ কাটা নিয়ে উত্তপ্ত ত্রিপুরা

0
70

বিক্রম কর্মকার, ত্রিপুরা: রাতের আঁধারে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উওর ত্রিপুরা জেলার পানিসাগর অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, রবিবার ভোর রাতে পানিসাগর থানার অন্তর্গত অগ্নিপাশা গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা কালিপদ দাস আচমকাই ওর বাড়ির পাশের আগর বাগানে গাছ কাটার শব্দ শুনতে পায়। এরপর ঘুম থেকে উঠে দেখতে পায় দুই তিন জন লোক টর্চ জ্বালিয়ে আগর গাছ কাটছে। তরিগরি করে বিষয়টি বাড়ির সকলকে জানালে এলাকার বেশ কয়েকজন মিলে তাদেরকে পাকরাও করে।

- Advertisement -

এরপর জানা যায়, কালিপদ দাস-এর পার্শ্ববর্তী বাড়ির মালিক অশ্বীনি নাথ নাকি তদের কাছে নগদ সতেরো হাজার টাকার বিনিময়ে সাতটি আগর গাছ বিক্রি করে। তাই তারা গাছ গুলি কেটে নিতে এসেছে।

কালিপদ দাস জানান, অশ্বীনি নাথ এবং ওনার জায়গার সীমানা নিয়ে নাকি দীর্ঘদিন যাবৎ সমস্যা চলছে। এই নিয়ে কয়েকবার পঞ্চায়েতের পক্ষ থেকে সালিসি সভা বসে ও কোন সুরাহা হয়নি। তাই কালিপদ দাস ভারতীয় সংবিধানের জমি সংক্রান্ত ১৯৬০ সালের টি,এল,আর,এবং এল,আর,এক্টে ৯৫ সংশোধনী আইন মোতাবেক ধর্মনগর জেলা শাসকের নিকট মামলা নথিভুক্ত করে।এমতাবস্থায় ৯৫ ধারা অনুযায়ী মামলা চলাকালীন অবস্থায় অশ্বিনী নাথ বিতর্কিত জায়গার আগর গাছ বিক্রি করাকে মেনে নিতে পারেনি কালিপদ দাস। তাই তিনি ঘটনার পরপরই খবর দেয় পানিসাগর আরক্ষা প্রশাসনে।

এরপর খবর পেয়ে পানিসাগর আরক্ষা প্রশাসনের পুলিশ পৌছায় কালিপদ দাস-এর বাড়িতে। সমস্ত বিষয়টি শুনে অভিযুক্ত তিন জনকে আগর গাছ কাটার হাতিয়ার সহ পানিসাগর থানায় নিয়ে আসে। পরে অভিযুক্ত তিন জনকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত দেওয়া হয়।

অপরদিকে অশ্বীনি নাথ জানান, তিনি ওনার যোৎ জমির গাছ বিক্রি করেছেন। ৯৫ সংশোধনী মামলা চলছে ঠিকই, কিন্ত এটা ওনার জায়গার নয়। চলছে কালিপদ দাস-এর জায়গা নিয়ে। তবে অশ্বীনি নাথ গাছ বিক্রি করলে কালিপদ দাস-এর আপত্তি থাকবে কেন। এই নিয়ে এদিন কালিপদ দাস গাছ কাটায় অভিযুক্ত লেনা হালাম, সফিক উদ্দিন, ও জামাল উদ্দিনের নামে অবৈধ ভাবে আগর গাছ কাটার বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই মর্মে লিখিত অভিযোগের প্রত্যায়িত কপি পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসারকেও দেওয়া হয়।