একই পাত্রে জল পান করছে ছাগল ও পড়ুয়া, প্রশ্নের মুখে স্কুলের পরিকাঠামো

0
19
mid day meal

আগরতলা: সবেধন নীলমনি একটিই পাত্র৷ সেই পাত্র থেকে জল পান করে ছাগল৷ আবার মিড ডে মিল (mid day meal) খাওয়ার পর সেই জলই ব্যবহার করছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা ত্রিপুরা জেলা চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের বাঁশতলী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে।

বিদ্যালয়টি উঁচু পাহাড়ি টিলায় অবস্থিত। রয়েছে পরিকাঠামোগত হাজারও সমস্যা। নেই কোনও সীমানা পাঁচিল৷ এমনকি বিদ্যালয়টিতে নেই ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য কোনও ডাইনিং হল। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সর্বমোট পড়ুয়ার সংখ্যা ৩১ জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচ জন। পরিকাঠামোগত সমস্যা সহ একাধিক কারণে দিনকে দিন কমছে পড়ুয়া সংখ্যা৷ যদিও পড়ুয়া কমার কারণ হিসেবে চারিদিকে বেসরকারি বিদ্যালয়ের রমরমার প্রসঙ্গ টেনে এনেছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকারা৷

- Advertisement -

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের কোনও ডাইনিং হল না থাকা এবং সীমানা পাঁচিল না থাকার ফলে ছাত্রছাত্রীরা যখন স্কুলের এক চিলতে বারন্দায় বসে মিড ডে মিল খায় তখন ছাগলও গিয়ে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীদের পাশে। এমনকি যে পাত্র থেকে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়ার পর জল ব্যবহার করে সেই পাত্র থেকে সবসময় ছাগলও জল পান করে। বলতে গেলে একপ্রকার অস্বাস্থ্যকর পরিবেশ। কোন কোন সময় যে পাত্র থেকে ছাগল জল পান করে সেই পাত্র থেকে ছাত্রছাত্রীরা পানীয় জলও ভরে৷ তাই এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের তরফে দাবি উঠছে, বিদ্যালয়টিতে অতিদ্রুত আলাদাভাবে ডাইনিং হল নির্মাণ করার। একই সঙ্গে সীমানা পাঁচিল নির্মাণ সহ পরিকাঠামো গত বাকি সমস্যার সমাধান করার৷ যাতে করে স্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীরা মিড ডে মিল (mid day meal) খেতে পারে।

আরও পড়ুন: কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ