অভিষেকের কর্মসূচীকে ‘বাড়তি অক্সিজেন’ দেবে উত্তপ্ত ত্রিপুরা

0
42

ত্রিপুরা, বিক্রম কর্মকার: রবিবার সকালেই ত্রিপুরায় পা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূলের নেতা-নেত্রী ও কর্মীরা। এর আগেও অভিষেক এই রাজ্যে এসেছেন তবে তাঁর এবারের ত্রিপুরা সফর এক অন্য মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে।

ত্রিপুরা স্টেট রাইফেলসের নিয়োগ নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। যুব সমাজের বিক্ষোভের মুখে পড়ছে বিপ্লব দেবের সরকার। যদিও ত্রিপুরা সফর আগে থেকেই ঠিক করা ছিল অভিষেকের। তবুও ওই রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির কথা জেনেও সফর বাতিল করেননি। বরং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে যুবসমাজের এই মনোভাব ওই রাজ্যে তৃণমূলকে নিজের ঘাটি শক্ত করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

উল্লেখ্য, ত্রিপুরা স্টেট রাইফেলসে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে চাকরিপ্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে ইতিমধ্যেই একাধিক দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচী রয়েছে ডায়মন্ড হারবার সাংসদের। ওই রাজ্যের আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। দুপুরেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এছাড়াও, ত্রিপুরা স্টিয়ারিং কমিটি কর্তৃপক্ষের সঙ্গেও দেখা করতে পারেন অভিষেক।