প্রচার সামগ্রী গুজরাত থেকে আনছে তৃণমূল, কটাক্ষ বিজেপির

0
607

কলকাতা: নিত্যদিন বিজেপি এবং তৃণমূলের নেতানেত্রীদের মুখে শোনা যায় গুজরাতের কথা। বাংলাকে গুজরাত করার দাবি করছে বিজেপি। আর পালটা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে বাংলাকে কিছুতেই গুজরাত করতে দেওয়া হবে না।

আরও পড়ুন- তামিল শিখতে না পারার জন্য ‘মন কি বাতে’ আক্ষেপ মোদীর

- Advertisement -

এই তরজায় মাঝে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। দলের প্রচারের জন্য ব্যবহৃত সামগ্রী গুজরাত থেকে আমদানি করে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে ঘাস ফুল শিবিরকে কটাক্ষ করতে ভোলেনি বিজেপি। সমগ্র বিষয়টি খুবই হাস্যকর বলে মন্তব্য করেছেন বিজেপির নেতা রিতেশ তিওয়ারি।

আরও পড়ুন- শ্রীলেখার ‘অশ্লীল’ মধ্যমা আঙুল ব্রিগেডের হটকেক

রবিবার সর্বভারতীয় সংবাদপত্র ‘দ্যা হিন্দু’ পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি ছবি। যেখানে বিপুল সংখ্যক তৃণমূলের প্রতীক আঁকা পতাকা এবং ব্যানার দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে যে ওই ছবিটি গুজরাতের শহর আমেদাবাদের। ভারতের ম্যঞ্চেস্টার বলে পরিচিত ওই শহরে এক কর্মী তৃণমূলের পতাকা আঁকা সামগ্রী একত্রিত করছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ওই সকল সামগ্রী ব্যবহার করা হবে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালে কোভিড ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

একই সঙ্গে ‘দ্যা হিন্দু’ পত্রিকায় প্রকাশিত পত্রিকায় প্রকাশিত ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে যে আমেদাবাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এই ধরণের অনেক ব্যানার তৈরির বরাত এসেছে। সমগ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই ধরণের ব্যানার তৈরির বরাত এসেছে আমেদাবাদ শহরে।

এই নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছেন রিতেশ তিওয়ারি। ‘দ্যা হিন্দু’ পত্রিকায় প্রকাশিৎ ছবি টুইট করে তিনি লিখেছেন, “তৃণমূলের প্রচারের জন্য ব্যবহৃত সামগ্রী তৈরি হয় গুজরাতের শহর আমেদাবাদে।” এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “তৃণমূলের প্রচারের সামগ্রী আপনার নিজের রাজ্যে উৎপাদন করার পরিকাঠামো নেই কিন্তু আপনি গুজরাতের সমালোচনা করার কোনও সুযোগ হাত ছাড়া করেন না।” বিষয়টি অত্যন্ত হাস্যকর বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা রিতেশ।

বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাকে গুজরাত হিসেবে গড়ে তোলার অর্থ হচ্ছে গুজরাতের মতো শিল্পের উন্নতি ঘটানো। যার ফলে কর্মসংস্থান বাড়বে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পালটা গুজরাতের হিংসা এবং সামরদায়িক রাজনীতির বিষয় নিয়ে সাধারণ মানুষকে সাবধান করা হয়।