দেশে সিএএ-এর নিয়ম লাগু করতে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

0
25

খাস খবর ডেস্ক: নাগরিকত্ব আইনের নিয়ম এখনও বানিয়ে উঠতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদে এই তথ্য দিল সংশ্লিষ্ট মন্ত্রক। নিয়ম তৈরির জন্য আইনসভার কাছে আরও ৬ মাস সময়ের আবেদন করল তারা।

মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, সিএএ নিয়ে নিয়ম তৈরির জন্য তারা আরও ৬ মাস সময় চেয়ে নিয়েছে। এই সময়সীমা করা হয়েছে ২০২২ সাল ৯ জানুয়ারি পর্যন্ত।

- Advertisement -

এদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ‘সিএএ নিয়ে নিয়ম বানানোর জন্য কেন্দ্র সরকার কি আরও সময় নিয়েছে? যদি নিয়ে থাকে তাহলে সেই তারিখ যেন সংসদে জানানো হয়।’

আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে ১২ অগাস্ট ট্যাক্সি ধর্মঘটের হুঁশিয়ারি দিল সংগঠন

এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমার জন্য আবেদন করা হয়েছে। ২০২০ সালেই এটি আইনে পরিণত হয়েছে। তবে রাজ্য ও লোকসভার কমিটির সদস্যরা নিয়ম বানানোর জন্য আরও ৬ মাসের সময় চেয়ে নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালেই কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পেশ করে। এই আইন অনুযায়ী, পাকিস্তান-বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: ডাকাতদের জয়ধ্বজা ভঙ্গ করল পুলিশ

তবে এই আইন আসার পর দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্র সরকারের বিরোধিতা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। তাদের দাবি, এই আইনের মাধ্যমে দেশে বিভাজন তৈরি করতে চাইছে মোদী সরকার। এই আইন আসলে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

উল্লেখ্য, সিএএ-এর তীব্র বিরোধিতা করেছে শাসকদল। একুশের ভোটে এই  সিএএকেই হাতিয়ার বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। যদিও বিজেপি তাদের অবস্থানে অনড়। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজ্যের গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গেও সিএএ লাগু হবে।