২০১৪ সালে ক্ষমতায় এসে মোদী সরকার এখনও পর্যন্ত কটা প্রতিশ্রুতি পূরণ করেছে, জানালেন NCP প্রধান শরদ পাওয়ার

0
33
Sharad Pawar

মুম্বই: প্রায় দু মাস আগে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সঙ্গে থাকা এনসিপি-র জোট সরকারের পতন হয়েছে। বহু চেষ্টা করেও উদ্ধব ঠাকরের সরকার টেকাতে পারেননি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ার। বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার সোমবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। সেই সঙ্গেই ক্ষোভ উগড়ে জানিয়েছেন মোদী সরকার গত আট বছরে তাঁদের দেওয়া কোনও প্রতিশ্রুতি পালন করেনি।

এনসিপি প্রধান শরদ পাওয়ার সোমবার  বিজেপির নিশানা করে বলেছেন, গেরুয়া শিবিরের এজেন্ডা হল ছোট দলগুলিকে ক্ষমতা থেকে দূরে রাখা। মহারাষ্ট্ররের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির খুব কাছ থেকে করা সাংবাদিক বৈঠক থেকেই এহেন মন্তব্য করেছেন পাওয়ার। এনসিপি প্রধান বলেছেন, “২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে কেন্দ্র সরকার বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এটি একটিও প্রতিশ্রুতি পূরণ করেনি। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।” এনসিপি প্রধান বিজেপির আরও সমালোচনা করে দাবি করেছেন মহারাষ্ট্র সহ অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যে ক্ষমতায় আসতে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাগুলি ব্যবহার করছে খারাপ উপায়ে।

- Advertisement -

আরও পড়ুন- কেবল দিল্লি নয় দেশের পাঁচটি রাজধানী করার প্রস্তাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এই বছরের জুন মাসে, শিন্ডে এবং শিবসেনার ৩৯ জন অন্যান্য বিধায়ক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। যার ফলে সেনা, এনসিপি এবং কংগ্রেসের সমন্বয়ে গঠিত উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে। তারপরেই এনসিপির দুই সিনিয়র নেতা অনিল দেশমুখ এবং নবাব মালিক বিভিন্ন অর্থ পাচারের মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। একই অবস্থা সিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের। দেশের উন্নয়ন না করে বরং দেশের সমস্ত রাজ্যে ক্ষমতায় আসতে ইডি-সিবিআইর মত কেন্দ্রীয় সংস্থাকে বিজেপি বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বলেই বারবার দাবি করেছেন পাওয়ার।