গরীব হতে পারি, কিন্তু মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি হতে পারব না, বলেছিলেন অঙ্কিতা

0
34
Ankita Bhandari

খাস ডেস্ক: দেবভূমিতে ১৯ বছরের হোটেল রিসেপশনিস্টের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল সমগ্র দেশ। অভিযুক্ত রিসর্ট মালিক তথা বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য এবং তাঁর দুই সঙ্গী সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্তকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। অঙ্কিতা ভান্ডারির (Ankita Bhandari)হোয়াটসঅ্যাপ থেকে পুলিশ জানতে পেরেছে যে তাঁকে যৌন কর্মে লিপ্ত হওয়ার জন্য জোর করা হত।

উত্তরাখণ্ডের লক্ষণ ঝুলার কাছে অবস্থিত ওই হোটেলের মালিক এবং ম্যানেজাররা অতিথিদের “বিশেষ পরিষেবা” দেওয়ার জন্য তাঁকে জোর করত। পাশাপাশি, অঙ্কিতা তাঁর বন্ধুদের এও জানিয়েছিলেন, “গরীব হতে পারি, কিন্তু মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি হতে পারব না”। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুন হন বছর উনিশের তরুণী। পাঁচ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার হৃষীকেশের চিলা খাল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

রিসর্টের নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গত ১৮ সেপ্টেম্বর খুব বিচলিত দেখাচ্ছিল রিসেপশনিস্ট তরুণীকে। কাঁদতে কাঁদতে ফোন করে এক সহকর্মীকে ব্যাগ দিয়ে যাওয়ার জন্যও বলেছিলেন। তার কিছুক্ষণ পর, রাত ৮টা নাগাদ তরুণীকে নিয়ে পুলকিত, সৌরভ এবং অঙ্কিত হৃষীকেশের উদ্দেশে বেরিয়ে যান। রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওই তিন জন রিসর্টে ফিরে আসেন। কিন্তু তরুণীকে তাঁদের সঙ্গে দেখতে পাননি বলে পুলিশকে জানিয়েছেন রিসর্টের নিরাপত্তারক্ষী। ওই দিন রিসর্টে তরুণী এবং পুলকিতের মধ্যে একপ্রস্ত কথা কাটাকাটি হয়। তার পর তাঁরা সকলে এক সঙ্গে রিসর্ট থেকে বেরিয়ে যান।

চার জনে এক সঙ্গে রিসর্ট ছাড়লেও আলাদা আলাদা গাড়িতে গিয়েছিলেন। হৃষীকেশ ব্যারেজ হয়ে তাঁরা সকলে এমসের কাছে পৌঁছন। এরপর চিলা রোডের খালের ধারে একটি অন্ধকার জায়গা বেছে নেন পুলকিতরা। পুলিশকে ধৃতরা জানিয়েছেন, খালের ধারে বসেও তরুণীর সঙ্গে আর এক দফা কথা কাটাকাটি হয় পুলকিতের। তবে এ বার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। তরুণী পুলকিতকে ধমকি দেন, রিসর্টে তাঁর সঙ্গে যা ঘটেছে, সব বলে দেবেন। তার পরই পুলকিতের ফোন খালে ছুড়ে ফেলে দেন তরুণী। তখন পুলকিতরা মত্ত অবস্থায় ছিলেন। ফোন খালে ফেলে দেওয়ার পরই অঙ্কিতাকে (Ankita Bhandari) মারধর করেন তিন জন মিলে। তার পর খালের জলে ঠেলে ফেলে দেন।