“নজরে কেবল আমার টি-শার্ট, উপেক্ষিত গরিবদের ছেঁড়া কাপড়”, সংবাদমাধ্যমকে নিশানা রাগার

0
86
bharat jodo yatra

লখনউ: দিল্লি থেকে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে প্রভাব ফেলা অত্যন্ত জরুরি। তাই যোগী রাজ্য থেকেই  কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার জানিয়েছেন দলের ‘ভারত জোড়ো যাত্রা’র উদ্দেশ্যটা ঠিক কি। সেই সঙ্গেই তাঁর টি শার্ট নিয়ে তৈরি হওয়া বিতর্কের জন্য সংবাদমাধ্যমকে নিশানা করেছেন।

প্রাক্তন কংগ্রেস প্রধান জানিয়েছেন তাঁদের পদযাত্রার উদ্দেশ্য হল জনগণের মন থেকে ভয় দূর করা এবং মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো বিষয়গুলি তুলে ধরা। প্রবল ঠাণ্ডায় দিল্লিতে ভারত জোড় যাত্রায় হাঁটার সময়  সয়েটার ছাড়া কেবল একটি টি-শার্ট পরা নিয়ে প্রবল চর্চা শুরু হয়। এই বিষয়  নিয়েই রাগা সংবাদমাধ্যমকে নিশানা করেছেন। বলেছেন, মিডিয়া কেবল তাঁর পোশাককে সামনে তুলে ধরেছে কিন্তু “ছেঁড়া পোশাকে তাঁর সঙ্গে  গরিব কৃষক ও শ্রমিকদের হাঁটার বিষয়ে কোনও খেয়াল রাখেনি।” যাত্রা চলাকালীন বাগপত-শামলি সীমান্তের বারাউতে একটি রাস্তার সভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছেন,  শুধু টি-শার্ট পরে ১১০ দিনে  ৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করা সত্ত্বেও, তিনি ক্লান্ত বা ঝিমঝিম বোধ বা  ঠান্ডা অনুভব করছেন না। মিডিয়ার প্রতি কটাক্ষের সুরে তিনি বলেন, “আমি তাদের ‘মিত্র’ (বন্ধু) বলি কিন্তু তারা বন্ধুর দায়িত্ব পালন করছে না কারণ তারা তাদের বসের ভয়ে আসল বিষয়গুলি উত্থাপন করে না।”

- Advertisement -

আরও পড়ুন- বছরের প্রথম দিনেই জঙ্গি হামলা, জম্মু-কাশ্মীরে প্রায় ২ হাজার অতিরিক্ত আধাসামরিক বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

 প্রাক্তন কংগ্রেস প্রধান বলেছেন,  “যেহেতু মিডিয়া জনগণের সমস্যাগুলি তুলে ধরছে না, তাই আমরা সংসদে নোট বাতিল, ভুল জিএসটি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করার কথা ভেবেছিলাম, কিন্তু সেখানে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আমরা ভাবলাম কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে যাই, জনগণের কথা শুনুন।” এটা বলার অপেক্ষা রাখে না যে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা প্রমাণে মরিয়া কংগ্রেস। হারানো জায়গা  ফেরাতেই  কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দীর্ঘ এই পদযাত্রা। ‘ভারত জোড়ো যাত্রা’ বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের শামলি থেকে আবার শুরু হবে যেখান থেকে এটি হরিয়ানায় প্রবেশ করবে।