মূল্যবৃদ্ধি নিয়ে কাকলি বলতেই, দুই লক্ষের ব্যাগ লুকোলেন মহুয়া, চর্চায় নেটিজেনরা 

0
112

নয়াদিল্লি : সংসদে কতকিছুই না ঘটে! সোমবার যখন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ঠিক তারই পাশে বসে তখন দুই লক্ষ টাকা দামের ব্যাগ লুকোতে ব্যস্ত (নেটিজেনদের দাবি অনুযায়ী) লোকসভার অন্দরে তৃণমূলের বাগ্মী সাংসদ মহুয়া মৈত্র (mahua moitra)। নেটিজেনদের মতে, মহুয়া মৈত্রর ব্যাগটির দাম প্রায় দুই লক্ষ টাকা, (যদিও খাসখবর এর সত্যতা যাচাই করেনি)।

আরও পড়ুন : “রাজার বার্তা পরিষ্কার” সঞ্জয়ের গ্রেফতারি নিয়ে একি বললেন রাহুল 

- Advertisement -

সংসদে চলতি বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করার জন্য স্পিকার অনুমতি দিলে তাতে অংশগ্রহণ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বক্তব্যের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। এই বক্তৃতাতেই ঘটে চর্চিত বেগুন কাণ্ড। কাকলি ঘোষ দস্তিদার বলেন, “সরকার কি চায় আমরা কাঁচা আনাজপাতি খাই”? বলেই তিনি হাতে থাকা কাঁচা বেগুনে কামড় মারেন, তাতে বেগুনের কিছুটা অংশ উঠেও আসে, যদিও শেষ পর্যন্ত কাঁচা বেগুন খাননি তৃণমূল সাংসদ। 

আরও পড়ুন : AIIMS নিয়োগ দুর্নীতির মামলায় বিজেপি বিধায়ককে তলব করল CID

কাকলির বক্তৃতা চলাকালীন মহুয়ার ব্যাগ নিয়ে ব্যস্ততা নিয়ে কেউ কেউ লিখেছেন সামাজিক মাধ্যমে, “মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় ২০০০০০ টাকার Louis Vuitton – র ব্যাগ লুকিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্র”। আবার কেউ লিখেছেন, “মূল্যবৃদ্ধির বিষয়টি যখন উত্থাপন করা হয়েছে, তখন কেউ একজন দ্রুত Louis Vuitton – র ব্যাগ বেঞ্চের নীচে ঢুকিয়ে দিলেন”।