Agni V Ballistic Missile: পাক-চিনের বুকে ভয় ধরিয়ে অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

ডিআরডিও অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পাল্লার সংস্করণ নিয়েও কাজ করছে। ভারত পরমাণু অস্ত্রাগারে পরবর্তী প্রজন্মের পরমাণু-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম পরীক্ষা করার কয়েক মাস পরে বুধবার উৎক্ষেপণ করা হয়।

0
57

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে ভারিত যে পিছুপা হবে না সেই বার্তা আরও একবার দিয়েছে ভারত। বুধবার ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে নিখুঁতভাবে ছোঁড়া হয় ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile)। অগ্নি-৫ (Agni-5) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে আজ। এটি একটি সারফেস-টু-সার্ফেস (surface-to-surface) ক্ষেপণাস্ত্র।

বুধবার ঠিক সন্ধ্যা ৭.৫০ মিনিট নাগাদ অগ্নি-৫ (Agni-5) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়। অগ্নি-৫ হল একটি ক্ষেপণাস্ত্র, যা একটি তিন-পর্যায়ের সলিড-ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে, খুব উচ্চ মাত্রার নির্ভুলতার সঙ্গে ৫০০০ কিমি রেঞ্জ পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, অগ্নি-৫-এর (Agni-5) সল পরীক্ষা ভারতের ‘বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধের’ নীতির সাথে সঙ্গতিপূর্ণ যা ‘প্রথম ব্যবহার না করার’ প্রতিশ্রুতির ভিত্তিতে তৈরি হয়েছে। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা নির্মিত এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা-নিরীক্ষা পূর্ব লাদাখে চিনের সঙ্গে সাথে দীর্ঘস্থায়ী সীমান্ত সমস্যার মধ্যে সামনে এসেছিল।

- Advertisement -

আরও পড়ুন- Amrinder Singh : কৃষক আন্দোলন নিয়ে অমিত শাহের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন অমরিন্দর সিং

ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষাটি এপ্রিল ২০১২ সালে করা হয়েছিল এবং আগেরটি প্রায় তিন বছর আগে পরিচালিত হয়েছিল বলে জানা গিয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল এই অগ্নি-৫ । সূত্রের খবর এই মিসাইলটি Strategic forces Command (SFC)-র হাতে থাকবে। ভারতের উপর আক্রমণ হলে শত্রুদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। অগ্নি-৫ চিনের প্রায় প্রতিটি অংশে পৌঁছানোর ক্ষমতা রয়েছে। এটি ICBM-এর বিভাগে পড়ে বলেই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- Haryana Bypoll : উপনির্বাচনে আইএনএলডির পক্ষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাকেশ টিকায়েতের

ডিআরডিও অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পাল্লার সংস্করণ নিয়েও কাজ করছে। ভারত পরমাণু অস্ত্রাগারে পরবর্তী প্রজন্মের পরমাণু-সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম পরীক্ষা করার কয়েক মাস পরে বুধবার উৎক্ষেপণ করা হয়। যদিও অগ্নি প্রাইম এবং অগ্নি সিরিজের বাকি অংশগুলি প্রাথমিকভাবে পাকিস্তানের উপর ফোকাস করা হয়েছে। অগ্নি-৫- একটি অনেক বড় কৌশলগত অস্ত্র, যা অনেক লম্বা রেঞ্জে আঘাত হানতে সক্ষম। ভারতের এই সাফল্য স্বাভাবিক ভাবেই পাকিস্তান ও চিনের বুকে বয় ধরাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।