মুলায়মের ছেড়ে যাওয়া লোকসভা কেন্দ্র মইনপুরিতে বিজেপির থেকে বড় ব্যবধানে এগিয়ে বউমা ডিম্পল যাদব

0
40
Mainpuri

লখনউ: গুজরাট-হিমাচলের বিধানসভা নির্বাচনের গণনার সঙ্গে সঙ্গেই আজ যোগী রাজ্য উত্তরপ্রদেশের মইনপুরিতে (Mainpuri) মুলায়ম সিং যাদবের ছেড়ে যাওয়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা চলছে। মোদী ঝড়ের মধ্যে এই আসন সমাজবাদী পার্টির দখলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণনার শুরুতে যা দেখা যাচ্ছে তাতে সপা প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব যিনি লড়ছেন তিনি এগিয়ে রয়েছেন।

সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব মইনপুরিতে ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। পাঁচটি রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল আজি ঘোষণা করা হবে ।   ডিম্পল যাদবের কাছে এই লড়াই পিতৃসম ব্যক্তির মান বাঁচানোর। যে আসন থেকে তিনি লড়াই করবেন সেই আসন ২০১৯ সালে মোদী ঝড়ের সময়েও জয়ী হয়েছিলেন মুলায়ম সিং যাদব। তাই ময়নপুরি লোকসভা কেন্দ্রে জয় পুনরায় সমাজবাদী পার্টির জন্য ছিনিয়ে আনা অখিলেশ জায়ার কাছে বড় চ্যালেঞ্জের। সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত মইনপুরী আসনটি ১০ অক্টোবর দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর শূন্য হয়।

- Advertisement -

আরও পড়ুন- গুজরাটে বিপুল মার্জিনে এগিয়ে বিজেপি, হিমাচলে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

প্রসঙ্গত, মুলায়ম সিং যাদব মইনপুরি (Mainpuri) লোকসভা আসনে প্রথম সাংসদ হিসাবে জয়ী হন ১৯৯৬ সালে। তারপর ২০০৪ থেকে শুরু করে টানা চারবার জয়ী হন।  ১৯৯৮, ১৯৯৯ এবং ২০১৪ সালের উপনির্বাচনে তাঁর দলের প্রার্থীরা জয়লাভ করেন।  যদিও ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে খুব কম মার্জিনে জিতেছিলেন মুলায়ম। তবে ভারতের রাজনীতিতে ‘নেতাজি’ হিসাবে পরিচিত ব্যক্তির ছেড়ে যাওয়া আসন তাঁর বউমা নিজের হাতে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।