Uttar Pradesh: আবারও গেরুয়া ধস, যোগী মন্ত্রিসভার দুই মন্ত্রী, পাঁচ বিধায়ক যোগ দিলেন অখিলেশের দলে

0
86

লখনউ: ভোটের মুখে উত্তরপ্রদেশে আবারও গেরুয়া ধস৷ যোগী মন্ত্রিসভার দুই মন্ত্রী, পাঁচ বিধায়ক যোগ দিলেন অখিলেশের দলে৷ ফলে ভোটের মুখে গেরুয়া শিবিরের স্নায়ুর চাপ আরও বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের৷

এদিন অখিলেশের জনসভায় সমাজবাদী পার্টিতে যোগদান করেন যোগীর মন্ত্রিসভার দুই সদস্য স্বামীপ্রসাদ মৌর্য, ধর্ম সিং সাইনি। এছাড়া গেরুয়া শিবির বদলেছেন পাঁচ বিধায়ক৷ এরা হলেন- রোশনলাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি, মুকেশ বর্মা, বিনয় শাক্য ও ভগবতী সাগর। একই সঙ্গে এদিন দলবদলে সমাজবাদী পার্টিতে নাম লিখিয়েছেন আপনা দলের বিধায়ক চৌধুরী অমর সিং৷

- Advertisement -

সামনেই বিধানসভা নির্বাচন৷ তার আগে এই দলবদলের জেরে রাজ্যে একদিকে যেমন সমাজবাদী পার্টির জমি আরও শক্ত হল তেমনই গেরুয়া শিবিরের দুর্বলতা তৈরি হল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ ওই মহলের মতে, এটা নতুন নয়৷ ফি-বারই ভোটের আগে কিছু না কিছু চমক দিয়ে থাকেন অখিলেশ৷ এবারও তারই পুনরাবৃত্তি হল৷

প্রসঙ্গত, দল বদলেই এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন যোগীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য স্বামীপ্রসাদ মৌর্য৷ তিনি বলেন, “দেশ ও উত্তরপ্রদেশকে বিপথে চালিত করছে বিজেপি৷ তাই দেশের স্বার্থে, রাজবাসীর স্বার্থে এই দলবদল৷’’ দাবি করেছেন, ‘‘আমার এই দলবদলের মধ্যে দিয়ে বিজেপির পরাজয়ের সূচনা করলাম৷’’

প্রসঙ্গত, মঙ্গলবারই দল ছেড়েছিলেন মৌর্য৷ তবে কোন দলে যোগ দেবেন, তা নিয়ে এতদিন জিইয়ে রেখেছিলেন জল্পনা৷ তবে মৌর্য দল ছেড়ে বেড়ানোর পর যেভাবে বিজেপি থেকে মন্ত্রী, বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে তাতে যোগী আদিত্যনাথ আগামীদিনে উত্তরপ্রদেশের রাজনৈতিক জমি কতটা ধরে রাখতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চ্চা৷

আরও পড়ুন: Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া