‘সংসদ রত্ন’ অধীর-সুকান্ত, ১৩ জন পুরস্কার প্রাপকদের মধ্যে বাংলা থেকে দুই

এই পুরস্কার পাচ্ছেন তিনজন অবসরপ্রাপ্ত সংসদ সদস্যও

0
69
adhir sukanta sansad ratna

নয়া দিল্লি : ‘সংসদ রত্ন’ (sansad ratna) পুরস্কারের জন্য মনোনীত হলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। মোট ১৩ জন সাংসদকে সংসদ রত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ১৩ জনের মধ্যে ৮ জন লোকসভার সাংসদ ও বাকি ৫ জন রাজ্যসভার সাংসদ। এদের মধ্যে তিন জন অবসরপ্রাপ্ত সংসদ সদস্যও রয়েছেন।

আরও পড়ুন :এবার অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করবে রাজ্য, সংশোধনী বিলে কড়া মনোভাব সরকারের

- Advertisement -

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের সভাপতিত্বে এবং ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস কৃষ্ণমূর্তি সহসভাপতিত্বে, বিশিষ্ট সাংসদ এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে গঠিত এক জুরি কমিটি এই পুরস্কারপ্রাপকদের মনোনীত করেছে। মনোনীতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ বিদ্যুৎ বরণ মাহতো, মহারাষ্ট্রের বিজেপি সাংসদ হিনা গাবিত, মহারাষ্ট্রের বিজেপি সাংসদ গোপাল চিনায়া শেঠি, মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সুধীর গুপ্তা, মহারাষ্ট্রের এনসিপি সাংসদ অমল রামসিং কোলহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা, সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস, আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, এনসিপি রাজ্যসভার সাংসদ ফৌজিয়া তাহসিন আহমেদ খান, সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ বিষম্ভর নিশাদ এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছায়া ভার্মা।

আরও পড়ুন :কর্ম বিরতির শেষ দিনে DA এর দাবিতে সোচ্চার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল

১৭তম লোকসভার শুরু থেকে ২০২২ সালের শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত করা প্রশ্ন, ব্যক্তিগত সদস্যর বিল এবং সাংসদদের শুরু হওয়া বিতর্কের ভিত্তিতে এই সাংসদদের পুরস্কৃত (sansad ratna) করা হল। জন ব্রিটাস, মনোজ ঝা এবং ফৌজিয়া তাহসিন আহমেদ খানকে রাজ্যসভায় তাদের পারফরম্যান্সের জন্য ‘বর্তমান সদস্য’ বিভাগে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, বিশম্ভর প্রসাদ নিশাদ এবং ছায়া ভার্মা মনোনীত হয়েছেন তাঁদের মেয়াদকালে অসামান্য পারফরম্যান্সের জন্য ‘অবসরপ্রাপ্ত রাজ্যসভা সাংসদ’ বিভাগে। দুই মেয়াদের রাজ্যসভা সাংসদ থাকা সিনিয়র সিপিআইএম নেতা টি কে রঙ্গরাজনকে, সাংসদ হিসেবে তাঁর সারাজীবনের অবদানের জন্য ড. এপিজে আব্দুল কালাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।