বিশ্বে উপস্থিত চরম খাদ্য সংকট, এই অবস্থা থেকে রক্ষা করতে পারে একটি দেশ-ই

0
105

খাস খবর ডেস্ক: বিশ্বে উপস্থিত এক চরম খাদ্য সংকট (food crisis)। মূলতঃ আফ্রিকা এবং এশিয়ার দরিদ্র দেশগুলি-ই এই সংকটের কোপে পড়েছে। অনাহারে মরতে বসেছে বহু মানুষ। এই পরিস্থিতিতে কেবলমাত্র একটি দেশের কাছেই রয়েছে এই সংকট থেকে মুক্তির চাবিকাঠি।

আরও পড়ুন: চাঞ্চল্যকর খবর, হামলায় নিহত অন্ততঃ ২৪০ জন শিশু

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মূলতঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই সারা বিশ্বে এই খাদ্য সংকট দেখা দিয়েছে। সারা বিশ্বের মোট ৩০ শতাংশ গম-ই রাশিয়া আর ইউক্রেন মিলে সরবরাহ করে। যুদ্ধের জেরে এই সরবরাহ বন্ধ। আর তার ফলেই এক ভয়াবহ খাদ্য সংকটের (food crisis) মুখোমুখি বিশ্ব। সুতরাং এই পরিস্থিতি থেকে পাওয়ার চাবিকাঠি কেবলমাত্র রাশিয়ার কাছেই রয়েছে।

কিন্তু সেখানেও কিছু সমস্যা রয়েছে। রাষ্ট্রপতি পুতিনের দাবি, তাঁদের ওপর থেকে যদি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, একমাত্র তাহলেই রাশিয়া বাইরে খাদ্য সরবরাহের অনুমতি দেবে। অর্থাৎ বিষয়টি নিয়ে কার্যত ব্ল্যাকমেইল করছেন পুতিন। এর আগে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, “পশ্চিমা দুনিয়া যদি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে খাদ্যের এই সংকট নিরসনে রাশিয়া-ও পদক্ষেপ গ্রহণ করবে।”

কিন্তু রাশিয়ার এই দাবিকে কার্যত নস্যাৎ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা জানাচ্ছে, রাশিয়ার জন্যই এই সংকটের সৃষ্টি হয়েছে। কাজেই, নিষেধাজ্ঞা তোলার প্রশ্ন-ই ওঠে না। হোয়াইট হাউজের মুখপাত্রের দাবি, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই সংকট সৃষ্টি হয়নি। বরং রাশিয়ার কৃষ্ণসাগর অবরোধের ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে। এই অবরোধ তুললেই খাদ্য সংকট দূর হবে।