‘উচ্ছেবাবু’ নাকি ‘গন্ধরাজ’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবুজ ফুচকার ভিডিও নিয়ে তর্কাতর্কি

0
119

খাস ডেস্ক: ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে এবার নেটপাড়ায় ভাইরাল সবুজ ফুচকা নিয়ে শুরু হল তর্কাতর্কি। একপক্ষ বলছে উচ্ছেবাবু ফুচকা, অন্যপক্ষের মতে এ হল গন্ধরাজ ফুচকা। তবে এসবের থেকে বেরিয়ে সেই ভাইরাল সবুজ ফুচকার স্বাদ নিয়ে মরিয়া অধিকাংশ।

সোশ্যাল মিডিয়ায় সবুজ রঙয়ের ফুচকা বেশ ভাইরাল হয়েছে। কলকাতার নিউটাউন চত্বরেই পাওয়া যাবে এই ফুচকা। দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক সেই স্বাদ পাওয়া যাবে।

- Advertisement -

আরও পড়ুন: ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল সদস্যদের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ খ্যাত ‘উচ্ছেবাবু সন্দেশ’ এখন শহরের বিভিন্ন মিষ্টির দোকানের শোভা বাড়িয়েছে। সেখান থেকেই নেটিজেনদের একাংশের মত, বাজারে এবার নতুন জিনিস- উচ্ছেবাবু ফুচকা।

আরও পড়ুন: ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিত্বের কোন জিনিস বিখ্যাত, উপ-রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে জানালেন PM Modi

অন্যদিকে, গত কয়েকদিনে ভাইরাল হয়েছে ‘গন্ধরাজ’ বিষয়টি। সবুজ রঙয়ের জিনিস- তা সে পোশাক হোক বা খাবার কিংবা মানুষ সব কিছুই আখ্যা পাচ্ছে গন্ধরাজ হিসেবে। তাই এই ফুচকা দেখার পর স্বাভাবিক ভাবেই নেটিজেনদের অপর অংশ নাম দিয়েছে গন্ধরাজ ফুচকা। তবে খাদ্যরসিকদের কথায়, নাম ভুলে ফুচকার স্বাদ গ্রহণই আসল উদ্দেশ্য হওয়া উচিত।