ঐশ্বর্যর মতন ঘন-শাইনি চুল পেতে এই উপাদান ব্যবহার করুন

0
112

খাস ডেস্ক: পঞ্চাশ ছুঁইছুঁই এই সুন্দরীর প্রেমে আজও হাবুডুবু খান বহু পুরুষ ভক্ত। মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের ২৭ বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও একই রকম সুন্দরী রয়ে গিয়েছেন তিনি। শুধু অভিনেত্রী নন, নয় বছরের আরাধ্যার মাও তিনি।

তবে মা হওয়ার পরেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন নায়িকা। এর পিছনে রয়েছে এক অজানা রহস্য। যা লুকিয়ে রয়েছে ঘরোয়া টোটকায়। আর অভিনেত্রী নিজেও নাকি বরাবরই রূপচর্চার জন্য ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে বিশ্বাসী। কীভাবে ত্বক পরিচর্যা করেন, তাঁর উজ্জ্বল ত্বকের রহস্যের কথা তিনি আগেই জানিয়েছেন।

- Advertisement -

এ সব নিয়ে একবার এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করেন তাঁর সিক্রেট। এবার জানালেন তাঁর উজ্জল চুলের কথা। তিনি কিভাবে বাড়িতেই যত্ন নেন। আপনিও চাইলে এভাবেই চুলকে সুন্দর করে তুলতে পারেন। তাহলে দেখুন –

পদ্ধতি- কেবল ত্বকের যত্ন নিলেই হয় না। যত্ন নিতে হয় চুলেরও। তাই চুলের জন্যেও বাড়তি যত্নবান ঐশ্বর্য। শুটিংয়ে ও নানা অনুষ্ঠানে যাওয়ার আগে চুলের উপর অনেক অত্যাচার হয় তাঁর। চুলে নিয়মিত স্ট্রেনার কিংবা স্প্রে দিতে হয়।

চুলের ক্ষতি হয় তাতে। এর জন্য নিয়ম করে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করেন তিনি।নারকেল তেল বা অলিভের তেলই তাঁর প্রিয়। চুলের সৌন্দর্য ও সাইন বজায় রাখার জন্য ডিমের বিভিন্ন প্যাক ব্যবহার করেন তিনি।