উইকেন্ডে ঘুরতে যাওয়ার নতুন আস্তানা, উপরি পাওনা ‘চিকেন ফুচকা’

0
686

খাস ডেস্ক : স্কুল ছুটির পর হোক বা কোচিং ফেরত ফুচকা যেন সব সময় প্রিয়। জল ফুচকা, দ‌ই ফুচকা এবং চুরমুর আমাদের সবার কাছে ভীষণ পরিচিত। কিন্তু আপনি কি কখনও খেয়েছেন চিকেন ফুচকা বা দেখেছেন ফুচকা গ্ৰাম? যদি না দেখে থাকেন তাহলে আপনাদের জন্য র‌ইল একদিনে ঘুরতে যাওয়ার নতুন জায়গার সন্ধান।

শহীদ পল্লী :
কীভাবে যাবেন – শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুর বা রানাঘাট লোকাল ধরে কাঁচরাপাড়া নামুন। টোটো ধরে সোজা শহীদ পল্লী। বাসে আসতে হলে, ব্যারাকপুর থেকে ৮৫ নং বাসে করে বাগমোর। সেখান থেকে হেঁটে বা টোটোতে শহীদ পল্লী।

- Advertisement -

পায়ে হেঁটে‌ই দেখতে পারেন গ্ৰামটি। এখানে ঘরে ঘরে তৈরি হয় ফুচকা। জল ফুচকা, দ‌ই ফুচকা, চকলেট ফুচকার সঙ্গে অবশ্যই খেয়ে দেখতে পারেন চিকেন ফুচকা। গঙ্গার ধারেই আছে কালী মন্দির। চাইলে দুপুরে ভোগ খেতে পারেন মন্দিরে। তার পাশে রয়েছে বিরাট মাঠ। জানুয়ারি মাসে এলে কল্পতরু উৎসবের মেলা দেখা যাবে। বিকেলের দিকে নৌকা করে ঘুরে‌ও আসতে পারেন গঙ্গা বক্ষে। তবে এখানে খুব কম টাকায় ভালো ফুচকা পাওয়া যায়। যেমন ১০ টাকায় ১২ টা ফুচকা।

তাহলে আর দেরি না করে এই রবিবার‌ই চলে আসুন শহীদ পল্লীতে। আর আপনি যদি ফুচকা প্রেমী হন তাহলে তো অবশ্যই চাক্ষুষ করতে হবে এই গ্ৰামটি।