নদীতে বসেই স্রোতের সঙ্গে উপভোগ করুন রেস্তোরাঁর লোভনীয় পদ

0
150

খাস ডেস্ক: গোটা বিশ্বের পরতে পরতে রয়েছে সৌন্দর্য। ভ্রমণপিপাসু মানুষদের জন্য রয়েছে কোণায় কোণায় চমক। সেই সঙ্গে প্রাকৃতিক বৈচিত্র্য। তবে আহার না হলে ভ্রমণ ঠিক জমে না। যদি পেয়ে যান অপূর্ব প্রাকৃতিক শোভার মাঝেই লোভনীয় সব খাবার, তাহলে তো কথায় নেই। এরকমই এক জায়গা রয়েছে মালেশিয়াতে। যেখানে আপনি সুস্বাদু খাবার ভক্ষণের সময় প্রকৃতির সঙ্গে সংযোগ করতে পারবেন। নদীতে বসেই খেতে পারবেন।

২০১৭ সাল থেকেই BBQ Lamb KL Kamensah হল একটি রেস্তোরাঁ যা নদীর উপর তৈরি করা হয়েছে। যা মালেশিয়ার সেলাঙ্গরে অবস্থিত। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, এই রেস্তোরাঁটি মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানা এবং ATV অ্যাডভেঞ্চার রাইড পার্ক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জালান তামান জুভিউতে অবস্থিত। সুতরাং, আপনি এখানে সপ্তাহান্তে ছুটি কাটিয়ে আসতে পারেন।

- Advertisement -

আরও পড়ুন: Guru Gobind Singh: প্রতি বছর ২৬ ডিসেম্বর পালিত হবে ‘বীর বাল দিবস’, ঘোষণা প্রধানমন্ত্রীর

নদীতে কাঠের টেবিল এবং চেয়ার রেখে তৈরি হয়েছে গোটা রেস্তোরাঁটি। খাবার খাওয়ার সময় চারপাশ থেকে বয়ে যাবে জল। আপনার পা ভিজে যাওয়ার সঙ্গে আপনি জলের প্রবাহ অনুভব করতে পারবেন! এছাড়াও আপনি এখানে সাঁতার কাটতে পারবেন। এখানে একটি পুলও রয়েছে। মাংসপ্রেমীরা এই রেস্তোরাঁয় আসলে খুশিই হবেন। আপনি হাঁস, মুরগি, ভেড়া, গরু এবং আরও অনেক মাংস এখানকার মেনুতে খুঁজে পাবেন। এছাড়াও রেস্তোরাঁয় সামুদ্রিক খাবার এবং নিরামিষ পদও রয়েছে।