বারংবার ব্যর্থ প্রেমে, তবুও ‘love marriage’ করতে চান, রইল আপনার জন্য কিছু বাস্তু টিপস

0
210

খাস ডেস্ক: কথায় আছে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। তবে জন্ম আর মৃত্যুটা আমাদের হাতে না থাকলেও বিয়ে কিংবা প্রেম টা আমাদের হাতের মধ্যেই থাকে। অনেকেই চায় যে তাঁদের বিয়ে পছন্দসই মানুষের সঙ্গেই হোক। কিন্তু অনেকেরই প্রেম দীর্ঘস্থায়ী হয় না। প্রেম না টিকলেও বিয়েটা প্রেম করেই করতে চান।

কিন্তু সমস্যা কোথাও না কোথাও রয়েই যাচ্ছে। প্রেম যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে বিয়ে অবধি পৌঁছাবে কি করে? তবে এবার আপনার সব সমস্যার সমাধান মিলবে। বাস্তুমতে কয়েকটি নিয়ম মেনে চললে আপনার সেই সব সমস্যা মিটে যাবে। রইল আপনার জন্য কিছু বাস্তু টিপস……

- Advertisement -

আরও পড়ুন-Indian Army: এবার ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত

প্রথম, নিজের বাড়ির পূর্ব দিকে আপনাকে একটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ছবি রাখতে হবে। যদি দুইজনের একসঙ্গে ছবি পান, তাহলে তো আরওই ভালো। এই ছবি রাখলে আপনি প্রেমের বিবাহে কাছের মানুষদের সমর্থন পাবেন।

২য়, ছবির পাশাপাশি আপনি যদি দেবী লক্ষ্মী ও বিষ্ণুর মূর্তি বাড়িতে রাখেন। মূর্তি রাখলেই হবে না, পাশাপাশি সেটিকে বৃহস্পতিবার শুক্লপক্ষে পুজো করেন তাহলে আরও ভালো হবে। একইসঙ্গে ফুল, মালা দিয়ে ‘লক্ষ্মী নারায়ণ নমঃ’ নিয়মিত জপ করতে হবে।

আরও পড়ুন-আপনার একটি সিদ্ধান্তেই বড় বদল আসতে পারে জীবনে, জানুন কী ভাবে…

এছাড়াও প্রতি বৃহস্পতিবার সময় বের করে মন্দিরে যান। দেখবেন ধীরে ধীরে আপনার সকল ইচ্ছে গুলি পূরণ হবে। পাশাপাশি আপনার প্রেমের সম্পর্কও আরও মজবুত হবে। আর প্রেম করে বিয়ে করার ইচ্ছাও পূরণ হবে।