তৃণমূলের শহিদ দিবসে কলকাতার মাটিতে কেন পা রাখলেন মিঠুন

0
79

কলকাতা: শহরে আসলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ ২১ জুলাই৷ তৃণমূলের শহিদ সমাবেশ৷ তবে ভাচুর্য়ালি৷ আর এই বিশেষ দিনেই কলকাতায় মহাগুরুর আগমন? স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে, এবার কি কারণে কলকাতায় মহাগুরু? তবে কি নতুন কোনও পরিকল্পনা রয়েছে? নতুন কোনও ডায়লগ আউড়াবেন? বিমানবন্দর থেকে শহরে ঢোকার সময় অবশ্য বিশেষ কোনও মন্তব্য করতে রাজী হননি অভিনেতা থেকে বিজেপি নেতায় পরিণত হওয়া মিঠুন৷ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘সব ভাল, ধন্যবাদ!’’

আরও পড়ুন: এত গুলি-বন্দুক আসছে কোথা থেকে, বাংলায় কি আইনের শাসন নেই- প্রশ্ন বাসিন্দাদের

- Advertisement -

প্রসঙ্গত, চলতি বছরের ৭ মার্চ ধুতি-পাঞ্জাবি পরে বাঙালিবাবু সেজে কলকাতায় মোদীর ব্রিগেড সমাবেশ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন৷ ব্রিগেড ভাষণে মোদীজিকে সাক্ষী রেখেই সিনেমার ডায়লগ আউড়েছিলেন, ‘‘আমি জল ঢোরাও নই, বেলে ঢোরাও নই…৷’’ এরপরই বাংলা থেকে তৃণমূলকে হঠাতে মিঠুনের মুখে শোনা গিয়েছিল নয়া দাওয়ায়৷ বলেছিলেন এখন থেকে বাংলায় একটা ডায়লগই চলবে, ‘‘আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি!’’

আরও পড়ুন:  নির্বাচন না হলে কে হবেন মুখ্যমন্ত্রী, তৃণমূলের অন্দরে আলোচনা শুরু

তারপরেও কলকাতা থেকে জেলায় বিজেপির একাধিক নির্বাচনী প্রচারে আসতে দেখা গিয়েছে মিঠুনকে৷ মোদী-শাহের স্টাইলে তিনিও দাবি করেছিলেন, এবারে ২০০-রও বেশি আসন পেয়ে বাংলা দখল করবে বিজেপি৷ ২ মে ফল প্রকাশের পর অবশ্য দেখা যায়, পুরো হিসেব নিকেশ উলটে বাংলা আস্থা রেখেছে মমতাতেই৷ ২১৩ আসনের বলে বলীয়ান হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করে বাংলার তখতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

অভিনেতা-নেতার ওই ডায়লগকে ঘিরে থানায় অভিযোগও দায়ের হয়৷ ইতিমধ্যে কলকাতা পুলিশের স্পেশাল টিমের জেরার মুখোমুখি হয়েছেন তিনি৷ সেবিষয়েও এদিন কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা৷ তাহলে কলকাতায় আগমনের কারণ কি? জানা গিয়েছে, ভোট পরবর্তী শাসকের সন্ত্রাস অব্যাহত৷ এরই প্রতিবাদে তৃণমূলের শহিদ স্মরণের দিনকেই বেছে নিয়েছে রাজ্য বিজেপি৷ ‘গণতন্ত্র বাঁচাও পশ্চিমঙ্গ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আজ সমগ্র রাজ্য জুড়ে কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির৷ সেই কর্মসূচিতেই যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে এসেছেন বাঙালীবাবু৷ তবে এখনও তাঁর মুখ থেকে শোনা যায়নি নজরকাড়া কোনও ডায়লগ৷