ঈদে দুদিন ছুটি, রামনবমীতে নয় কেন, প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

0
68
dilip ghosh on bonny sengupta

কলকাতা: ঈদে দুদিন ছুটি দেন। তাহলে রামনবমীতে ছুটি নেয় কেন? প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বেশ কিছুদিন পর লক্ষ্মীবারের সকালে নিউটাউন ইকোপার্কে প্রাত:ভ্রমণে এসেছিলেন গোপীবল্লভপুরের ‘প্রাক্তন’ বাসিন্দা। শারীরিক কসরতের পাশাপাশি এদিন তাঁর আক্রমণের ঝাঁঝও ছিল নজরকাড়া।

সেখানেই দিলীপ বলেন, “আমি লাঠি অস্ত্র খেলেছিলাম এরকমই এক রামনবমীর দিনে। আমার নামে কেসও হয়েছিল। আজ রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছেন। তিনি ঈদে দুদিন ছুটি দেন। রামনবমীতে ছুটি নেই কেন?” একই সঙ্গে কটাক্ষের সূরে বলেন, “আবার নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য বিজেপি সভাপতিকে আটকে রেখে নিজেই গঙ্গা আরতি করেন। তার চালাকি ধরা পড়ে যায় মাঝে মধ্যেই!”

- Advertisement -

নিজেকে ১০০ শতাংশ স্বচ্ছ দাবি করে দিলীপবাবু বলেন, ‘‘আমার সঙ্গে তো পার্থবাবুরও আলাপ ছিল। কেষ্টর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। আমার ফাইল বা দলিল কোথায় থাকবে? ব্যাঙ্ক লোন নিয়ে কেনা বাড়ি। আমি যে আবাসনে থাকি তার সেক্রেটারিকে দিয়েছি। সে কি করে আমার জানার দরকার নেই।’’ এরপরই শাসকদল তৃণমূলের উদ্দেশ্যে দিলীপের গুরুতর অভিযোগ, ‘‘তারা তো বড় বড় পার্টি অফিস করেছেন। কোথাও এক টুকরো কাগজ নেই। হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে হরিশ ব্যানার্জি করে নিয়েছেন। ৩৫ টা প্লট লুঠ করেছেন। পাড়ায় পাড়ায় দলের নেতারা টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনেছেন। টাকার কোনো হিসেব নেই। ওপর থেকে নিচ, দুর্নীতিতে সবাই যুক্ত।’’ খানিক থেমে মনে করিয়ে দিয়েছেন, ‘‘দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার আগে দু’বার ভাবা উচিৎ।’’

আরও পড়ুন: বাড়ি তো নয় যেন আস্ত পুতুল মেলা, তবু আক্ষেপ ঝরে মাস্টারমশাইয়ের