অবস্থান বিক্ষোভের আজ ৬৯ দিন, নয়া কর্মসূচি গ্রহণ পার্শ্বশিক্ষকদের

0
1086

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: পার্শ্ব শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ৬৯ দিনে পড়ল। বুধবার সল্টলেকে সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হল।

আরও পড়ুন-কাঁচরাপাড়ায় বিজেপির রথ ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কর্মীদের

- Advertisement -

পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার তাঁদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির ৬৯ দিন হল। আগামীকাল তাঁদের বিক্ষোভ ৭০ দিনে পড়বে। আর সেই কারণে তাঁরা তাঁদের এই অবস্থান বিক্ষোভ এখন থেকে স্থগিত রাখছে। বিক্ষোভ স্থগিত রাখার পাশাপাশি তাঁরা তাঁদের নতুন কর্মসূচি ঘোষণা করল।

তাঁদের নতুন কর্মসূচি হল, তাঁরা যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছে তার জনমত গঠন করার জন্য, তাঁরা তাঁদের নিজের এলাকায় ব্লকে ব্লকে পথ সভা করবে। এবং এবিষয়ে তাঁরা লিফলেট তৈরি করেছে। সেই লিফলেট তাঁরা প্রত্যেক অফিস ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। এছাড়াও ওই লিফলেটে শিক্ষা ব্যবস্থায় কি কি দুর্নীতি হয়েছে তার উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে।

এবিষয়ে একজন পার্শ্ব শিক্ষক বললেন, “আমরা টানা ৭০দিন লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচির এবং ১১দিনের অনশন কর্মসূচি করেছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি এখানেই স্থগিত রাখার আপাতত। একইসঙ্গে আমরা আমাদের নতুন কর্মসূচি গ্রহণ করেছি। এই নতুন কর্মসূচিতে জনগণ মত তৈরি করার জন্য আমরা নিজেদের এলাকায় যাব। এবং সেখানে গিয়ে প্রত্যেকটা ব্লকে গিয়ে পথসভা করে এই সরকারের পতন নিশ্চিত করব।”

জানা গিয়েছে, এদিন সকালে পার্শ্ব শিক্ষকরা সল্টলেকে বিকাশ ভবন সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে লিফলেট বিলি করে। তবে বিকাশ ভবনে লিফলেট বিলি করতে গেলে পার্শ্ব শিক্ষকদের বাধা মুখে পরতে হয়। পাশাপাশি পুলিশের সঙ্গে বচসা বেধে যায় পার্শ্ব শিক্ষকদের।